বলিউড অভিনেত্রী উরফি জাভেদকে কেনা চেনেন। যতটা না অভিনয় দক্ষতা নিয়ে ভক্তদের মন জয় করেছেন তার চেয়ে অদ্ভুত কর্মকাণ্ড করে আলোচনায় থাকছেন। তাকে নিয়ে মানুষের মনে নানান নেতিবাচক ধারণাও আছে। কেউ কেউ তাকে পাগলাটে বা ক্ষ্যাপাটে অভিনেত্রীর আখ্যা দিয়েছেন। এসব কিছু ছাঁপিয়ে ব্যক্তিগত জীবনে কেমন তিনি? শুটিং সেটে কলাকুশলীদের সঙ্গে তার আচার-আচরণ কেমন? এসব বিষয়ে উরফি ভক্তদের অজানা।
বিজ্ঞাপন
সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে উরফি জানান, তিনি তার আশেপাশের মানুষদের সবসময়েই খাওয়াতে ভালবাসেন। এই অভ্যাস তার সদ্য নয়, তিনি যখন থেকে কাজ করছেন তবে থেকেই।
উরফি শুরু থেকে নিজের শর্তে, নিজের ছন্দে চলেন। যখন যেখানেই কাজ করেন, সেই ফ্লোরকে মাতিয়ে রাখেন তিনি।
শিগগিরই মুক্তি পাবে তাকে নিয়ে একটি সিরিজ, ফলো কর লো ইয়ার।
বিজ্ঞাপন
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে উরফি বলেন, 'আমি খাওয়া নিয়ে কখনও কার্পণ্য করি না। কি হবে? কাউকে একটা বার্গার খাওয়ালে কী আমি গরিব হয়ে যাব? এই অভ্যাস আমার অনেক দিনের। যখন আমার বেতন কম ছিল, তখনও আমি সেটে আমার স্টাফদের কখনও-সখনও খাওয়াতাম। আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ। যাদের সঙ্গে তুমি রোজ কাজ করছো, তাদের ২ মাসে ৩ মাসে একবার করে কিছু মিষ্টি পাঠাও, বার্গার পাঠিয়ে দাও। এই ছোট ছোট জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। এটুকু করলে কেউই গরীব হয়ে যায় না।'
সদ্য সোশ্যাল মিডিয়ায় 'ফলো কর লো ইয়ার সিরিজের প্রচার চালাচ্ছেন উরফি। এই সিরিজ মুক্তি পাবে অ্যামাজন প্রাইমে। আর সেই সিরিজের প্রচারেই একটি সাক্ষাৎকার দিয়েছেন উরফি। সেখানেই তিনি বলেছেন, নিজের ধর্মীয় বিশ্বাসের কথা।
আরও পড়ুন: ফটো সাংবাদিকদের ওপর চটলেন তাপসী পান্নু
উরফি জানান, তিনি সব ধর্মগ্রন্থই পড়েছেন। কিন্তু তিনি কোনো কিছুই আমি সেভাবে মেনে চলি না। কোনও ধর্মেরই আমি পুজা করি না।'
অর্থাৎ, সমস্ত ধর্মীয় গ্রন্থ উরফি পড়লেও, কোনও ধর্ম মেনেই জীবন যাপন করেন না তিনি।
এজেড