রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চোখে সমস্যা শাহরুখের, চিকিৎসার জন্য গেলেন আমেরিকা? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৪, ০২:৩৩ পিএম

শেয়ার করুন:

চোখে সমস্যা শাহরুখের, চিকিৎসার জন্য গেলেন আমেরিকা? 

আইপিএল চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন শাহরুখ খান। হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। মাস দুয়েক না যেতেই চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন কিং খান। চোখের কারণে দেশটিতে গেছেন তিনি। এমন খবর রটেছে বলিউডে। যা উঠে এসেছে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে। 

সূত্রের খবর, গতকাল সোমবার চিকিৎসার জন্য মার্কিন মুলুকে পাড়ি দিয়েছেন কিং খান। খবর রয়েছে, চোখের চিকিৎসার জন্যই তাকে বিদেশে পাড়ি দিতে হয়েছে। তবে চোখে ঠিক কী সমস্যা তা এখনও জানা যায়নি।


বিজ্ঞাপন


হিট স্ট্রোকের পর ভর্তি হয়েছিলেন গুজরাটের একটি হাসপাতালে। সেখান থেকে ফিরেছিলেন সুস্থ হয়ে। আম্বানির বিয়েতেও তার উপস্থিতি ছিল তার। এরপরই চোখে সমস্যা শুরু হয়। তবে কিং খানের পক্ষ থেকে এখনও বিষয়টি নিয়ে জানানো হয়নি কিছু। তাই ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

সময়টা বেশ ব্যস্ততায় কাটছে শাহরুখের। যত না নিজেকে নিয়ে তার চেয়ে বেশি ছেলে-মেয়েকে নিয়ে। ছেলে আরিয়ানকে খুলে দিয়েছেন পোশাক কোম্পানি। এছাড়া পরিচালকের খাতায় নাম লিখিয়েছেন খানপুত্র। সেই সিরিজেও গাটের টাকা ঢালছেন কিং। 

অন্যদিকে বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বলিপাড়ায় মেয়ে সুহানার মাটি শক্ত করার জন্য নাকি ২০০ কোটি খরচ করে ছবি প্রযোজনা করতে চলেছেন বলিউড বাদশা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর