অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে বসেছিল তারার মেলা। গোটা বলিউড যেন তুলে নেওয়া হয়েছিল সেখানে। এসেছিলেন হলিউড অভিনেতা জন সিনা। আম্বানিদের বিয়েতে এসে শাহরুখ খানের সঙ্গে দেখা হওয়ায় যারপরনাই মুগ্ধ তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
আম্বানিদের বিয়েতে এসে ভারতীয় পোশাকে সেজেছিলেন জন সিনা। শাহরুখ পরেছিলেন পেস্তা রঙের গলাবন্ধ। কিং খানের সঙ্গে তোলা ছবি শেয়ার করে তারকা লেখেন, “স্বপ্নের মতো এই ২৪ ঘণ্টা কাটল। এই ভালোবাসা আর আতিথেয়তার জন্য আম্বানি পরিবারকে অনেক অনেক ধন্যবাদ। অনেক না ভোলার মতো মুহূর্ত তৈরি হল, কত বন্ধু হলো, কত মানুষের সঙ্গে দেখা হলো। দেখা হলো শাহরুখ খানের সঙ্গে। তাকে জানাতে পারলাম, আমার জীবনে কতটা ইতিবাচক প্রভাব ফেলেছেন।”
বিজ্ঞাপন
আরও পড়ুন: আম্বানিদের বিয়েতে ১৬০ বছরের পুরনো শাড়িতে আলিয়া!
আরও পড়ুন: আম্বানিদের বিয়েতে ৩ কেলেঙ্কারি!
আগে থেকেই শাহরুখে মুগ্ধ জন সিনা। তার সিনেমা দেখেছেন। এর আগে ‘দিল তো পাগলে হ্যায়’ সিনেমার গানও তার কণ্ঠে শোনা গেছে। একবার জিমে গিয়ে এই গান গুনগুন করছিলেন জন। তার প্রশিক্ষক রেকর্ড করেছিলেন ভিডিও।
জন সিনা ছাড়াও বিয়েতে এসেছিলেন হলিউড তারকা কিম ও ক্লোয়ি কার্দাশিয়ান। তবে কিমের সাজ নেটিজেন্দএর মুগ্ধ করলেও ক্লোয়িকে রাখি সাওয়ান্তের সঙ্গে তুলনা করেছেন নেটিজেনরা।

