রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আম্বানিদের বিয়েতে ১৬০ বছরের পুরনো শাড়িতে আলিয়া!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৪, ০৫:১৯ পিএম

শেয়ার করুন:

আম্বানিদের বিয়েতে ১৬০ বছরের পুরনো শাড়িতে আলিয়া!

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে বসেছিল তারার মেলা। গোটা বলিউড যেন তুলে নেওয়া হয়েছিল সেখানে। নজরকাড়া সাজে উপস্থিত হয়েছিলেন তারা। আলিয়া ভাটও ছিলেন এ দলে। তবে নিজেকে মেলে ধরেছিলেন আলাদাভাবে। বিয়েতে যেতে বেছে নিয়েছিলেন সোনা রুপায় খচিত ১৬০ বছরের পুরনো শাড়ি। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে যে গোলাপি শাড়ি পরে বলিউডের ‘ফ্যাশন প্যারেডে’ নজর কেড়েছেন আলিয়া ভাট, সেই শাড়ির বয়স ১৬০ বছর। 


বিজ্ঞাপন


জেনে অবাক হবেন, অভিনেত্রীর শাড়িতে ঠিক কতটা সোনা-রুপার কাজ করা? ৬ গ্রাম সোনা এবং মোট ৯৯% রুপো দিয়ে তৈরি জরির পার রয়েছে শাড়িতে। ‘আশাবলী’ ডিজাইনের এই শাড়ি পুরোটাই তৈরি হয়েছে গুজরাটে। 

পিওর সিল্কের উপর সোনা, রুপো দিয়ে গুজরাটের অতিপ্রাচীন ডিজাইন ফুটে উঠেছে গোটা শাড়িতে। ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার এক্সক্লুসিভ আর্কাইভাল কালেকশন থেকে এই শাড়ি আম্বানিদের বিয়ের জন্য বেছে নিয়েছেন আলিয়া।

এদিকে পুরনো শাড়ি পরে আম্বানিদের বিয়েতে নজর কেড়েছেন সুহানা খান। তবে তার শাড়ির বয়স এত না। ২০২৩ সালের দিওয়ালি পার্টিতে ঠিক যে সিক্যুইন শাড়িটি সুহানা পরেছিলেন। মনীশ মালহোত্রার ডিজাইন করা ঠিক সেই পোশাক পরেই অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর