শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

শাকিব খানের সঙ্গে যে চরিত্রে কাজ করবেন না মাহি 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই ২০২৪, ০১:৫০ পিএম

শেয়ার করুন:

শাকিব খানের সঙ্গে যে চরিত্রে কাজ করতে চান না মাহি 

চলচ্চিত্রে নিয়মিত নন মাহিমা মাহি। আলোচনায় যা থাকার তা ব্যক্তিগত কর্মকাণ্ডের কারণেই থাকেন। কাজ দিয়ে সবশেষ আলচনায় আসেন রাজকুমার ছবির মাধ্যমে। এতে শাকিব খানের মায়ের ভূমিকায় দেখা যায় তাকে। বেশ প্রশংসিত হন তিনি। তারপরও শাকিবের মা-ভাবির চরিত্রে আর কাজ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন মাহি।

আরও পড়ুন: আবেদ আলীকে নিয়ে যা লিখলেন শামীম হাসান

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহি বলেন, ‘শাকিবের মা-ভাবি হতে চাই না। তবে তার সঙ্গে কাজের ইচ্ছে সবসময়ই আছে। কারণ শাকিব খানের বিকল্প আছে বলে আমার মনে হয় না। তার যে অভিনয়সত্তা এবং স্টারডম রয়েছে, এটা গড গিফটেড। এখানে শুধু পরিশ্রম নয়, আরও অনেক কিছুই রয়েছে। অনেকেই খুব চেষ্টা করে হয়তো তার কাছাকাছি যেতে পারবে, কিন্তু একজন শাকিব খান হতে পারবে না।’

prothomalo-bangla_2024-04_1f20c75f-4e37-4ecf-ac8f-1955f2f450ae_WhatsApp_Image_2024_04_16_at_11_39_40_AM_20240416_124721566

এ সময় মাহি বলেন, ‘আমি ব্যস্ত অভিনেত্রী হতে চাই না। একের পর এক কাজ করার ইচ্ছা নেই। ভালো কাজের জন্য বছরের পর বছর অপেক্ষা করতেও আপত্তি নেই। মানুষ যেন আমাকে ব্যস্ত অভিনেত্রী তকমা না দেয়। তারা যেন আমার অভিনয়ে মুগ্ধ হয়, তৃপ্ত হয়। শুধু কাজের সংখ্যা বাড়ানোটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। অগ্নি, পোড়ামন-এর মতো বছরে যদি একটাও ভালো সিনেমা করতে পারি, সেটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি হবে।’

এরইমধ্যে বেশ কয়েকটি চিত্রনাট্য হাতে এলেও ফিরিয়ে দিয়েছেন উল্লেখ করে পর্দার অগ্নি বলেন, ‘অনেকগুলো চিত্রনাট্য হাতে এসেছে। এসব দেখেছি। কিন্তু অভিনয় করব এমন ইচ্ছে হয়নি। আমি কামব্যাক করতে চাই নায়িকা হিসেবে, অভিনেত্রী হিসেবে। ফলে এখন অপেক্ষা করছি একজন ভালো পরিচালক ও একটা ভালো চিত্রনাট্যের জন্য।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর