বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

তৃপ্তির সঙ্গে ঘনিষ্ঠ ভিকি, উস্কানি ক্যাটরিনাকে  

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ জুলাই ২০২৪, ০১:১২ পিএম

শেয়ার করুন:

তৃপ্তির সঙ্গে ঘনিষ্ঠ ভিকি, উস্কানি ক্যাটরিনাকে  

‘অ্যানিমেল’ সিনেমার মাধ্যমে বলিউডের আনাচে কানাচে ছড়িয়ে গেছে তৃপ্তি দিমরির নাম। রণবীরের সঙ্গে রোমান্সের পর তৃপ্তি এবার তৃপ্তি করে রোমান্সে মেতেছেন ক্যাটরিনা কাইফের স্বামী ভিকি কৌশলের সঙ্গে। তা দেখে নেটিজেনরা রীতিমতো উস্কানি দিচ্ছেন ক্যাটরিনাকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ভিকি ও তৃপ্তি ‘ব্যাড নিউজ’ ছবিতে অভিনয় করেছেন। গতকাল রোববার ছবিটির ‘জানাম’ গানের পোস্টার প্রকাশ্যে এসেছে। সেখানে ভিকির সঙ্গে স্বল্পবসনা তৃপ্তিকে জলকেলিতে মত্ত দেখা গেছে। যেমন শার্টলেস ভিকি, তেমনই নীল বিকিনিতে ঝড় তুললেন তৃপ্তি। তা নজর কেড়েছে সবার।


বিজ্ঞাপন


এদিকে দুই তারকার এমন রসায়ন দেখে নেটিজেনরা উস্কাচ্ছেন ক্যাটরিনাকে। একজন লিখেছেন, ‘আমি হলে সহ্য করতাম না!’ কেউ বা আবার ক্যাটরিনাকে নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন, ‘বোন ক্যাটরিনা কী করে সহ্য করছেন আপনি?’

কারও আবার ভিকির উদ্দেশে প্রশ্ন, ‘ক্যাটরিনার ভয় নেই, বউ ধরে মারবে।’ নেটপাড়ার একাংশের আবার রসিকতা করেই মন্তব্য, ‘ক্যাটরিনা বোধয় হুমকি দিয়েছেন, তুমি বাড়ি ফেরো, তারপর বলছি!…’

১৯ জুলাই মুক্তি পাচ্ছে ‘ব্যাড নিউজ’। এরইমধ্যে প্রশংসা পাচ্ছে সবার। হৃত্বিক রোশন, সালমান খানেরাও মুগ্ধ ভিকির পারফর্মেন্সে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর