গতকাল ৭ জুলাই ছিল বলিউডের প্রথম সুপারস্টার দীলিপ কুমারের চলে যাওয়ার দিন। ২০২১ সালের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। তিন বছর কেটে গেলেও শোকের নদী শুকায়নি দিলীপ কুমারের স্ত্রী অভিনেত্রী সায়রা বানুর।
তৃতীয় মৃত্যুবার্ষিকীতে প্রকাশ্যে আসে দিলীপ কুমারের উদ্দেশে সায়রা বানুর লেখা একটি খোলা চিঠি। যেখানে নিজের মনের কথা ব্যক্ত করেছেন সায়রা বানু। দিলীপ কুমারকে ইউসুফ সম্বোধন করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
চিঠিতে সায়রা বানু লেখেন, প্রিয় ইউসুফ জান, যাই হয়ে যাক না কেন আমরা এখনও একসঙ্গে হাতে হাত রেখে চলব। আমরা চিন্তার মাধ্যমে একসঙ্গে থাকব এবং যতদিন সময় থাকবে ততদিন একসঙ্গে থাকব। আমার দিনগুলো যেন থেমে গেছে। প্রতিটি মুহূর্ত আমাদের ঐক্যের সাক্ষী।
এরপর লিখেছেন আমি প্রায়ই একসঙ্গে ভাগ করা ভালোবাসা এবং জীবন সম্পর্কে চিন্তা করি। কারণ, এটি এখনও আমাদের সম্পূর্ণ করে তোলে। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমি তোমাকে এই জীবনে পাওয়ার সৌভাগ্য লাভ করেছি এবং তিনি আমার প্রতি দয়া করেছেন। ঈশ্বরকে বলি, আমি যেন চিরকাল শুধু তোমারই থাকতে পারি। তোমার প্রিয় সায়রা বানু খান।
২০২১ সালের ৭ জুলাই মারা যান দিলীপ কুমার। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৮ বছর। পঞ্চাশ-ষাটের দশকে বেশকিছু ক্লাসিক হিন্দি ভাষার চলচ্চিত্রে প্রধান ভূমিকা করে দেশের সর্বোচ্চ প্রভাবশালী অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন কিংবদন্তি এই অভিনেতা।