‘তুফান’ দিয়ে সব শ্রেণির দর্শকের মনের জমি লিখে নিয়েছেন শাকিব খান। নির্মাতা রায়হান রাফীকেও অন্য উচ্চতায় নিয়ে গেছে সিনেমাটি। চাউর হয়েছে, ছবিটির সাফল্য দেখে ওপার বাংলার সুপারস্টার দেব ও জিৎ আগ্রহী এ নির্মাতার সঙ্গে কাজ করতে।
এর আগে খবর ছড়িয়েছিল ‘তুফান’ -এর পর জিৎকে নিয়ে সিনেমা বানাচ্ছেন রাফী। বিষয়টি নিয়ে তখন ভারতীয় সংবাদমাধ্যমকে রাফী বলেছিলেন, “জিৎদা সুপারস্টার। তার সঙ্গে কাজ করতে পারলে খুবই ভালো লাগবে। কিন্তু ইন্ডাস্ট্রির আরও অনেককেই আমার পছন্দ। তাই এখনই আলাদা করে কারও নাম উল্লেখ করার সময় আসেনি।”
বিজ্ঞাপন
এরপর গুঞ্জন ওঠে, জিতের মতো দেবও নাকি রাফীর সঙ্গে কাজ করতে চাইছেন। সামাজিক মাধ্যমে রাফীর নাম করে একটি মন্তব্যও ভাইরাল হয় যেখানে লেখা, “‘তুফান’ রিলিজের পর সাফল্য দেখে দেব ও জিৎ দুজনেই আমাকে তাদের সঙ্গে কাজ করার জন্য প্রস্তাব দিয়েছেন। আমি এখনও কাউকে কমফার্ম করিনি।”
বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন দেব। রাফীর নামে ছড়িয়ে পড়া ওই মন্তব্য নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে লিখেছেন, “এই কথা মোটেই সত্যি নয়। তবে ওর জন্য অসংখ্য শুভেচ্ছা রইল।”
এদিকে রাফী আদৌ দেবকে নিয়ে এমন মন্তব্যটি করেছেন কি না জানতে যোগাযোগ করা হলে ঢাকা মেইলকে রাফী জানান, তিনি এ ধরনের মন্তব্য করেননি। ক্ষুদে বার্তার মাধ্যমে এ পরিচালক বলেন, “ভুয়া নিউজ।” সেইসঙ্গে বিস্ময় প্রকাশ করে বলেন, “দেব কেন ভুয়া খবর বিশ্বাস করলেন বুঝলাম না।”
৫ জুলাই ভারতে মুক্তি পেয়েছে ‘তুফান’। সিনেমাটির প্রচারণায় পশ্চিমবঙ্গে আছেন রায়হান রাফী। নব্বই দশকের গ্যাংস্টারের গল্প দেখা গেছে এ ছবিতে। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী ও মাসুমা রহমান নাবিলা। আরও দেখা গেছে মিশা সওদাগর, গাজী রাকায়েত, সুমন আনোয়ার, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, চঞ্চল চৌধুরীসহ অনেককে।