সুসময়ের বৃত্তে বন্দি কার্তিক আরিয়ান। এবার সুযোগটি তাকে করে দিয়েছে ‘চন্দু চ্যাম্পিয়ন’। সদ্য মুক্তিপ্রাপ্ত এ ছবিতে অভিনয়ের জন্য ভসছেন প্রশংসায়। একজন অ্যাথলেটের চরিত্রে নিজেকে বিশ্বাসযোগ্য করে গড়ে তুলতে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। এমনকি হারাতে বসেছিলেন চোখ।
ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কার্তিক নিজেই জানিয়েছেন সে কথা। একটি যুদ্ধের দৃশ্যের মহড়ার সময় ঘটেছিল দুর্ঘটনাটি। কার্তিক দৌড়াচ্ছিলেন। ঠিক তখন একটি বিস্ফোরণ ঘটে। কার্তিক বলেন, “আমরা সকলে দৌড়চ্ছিলাম। ডানদিক দিয়ে দৌড়ে আমায় প্রথম দিকে যেতে হতো।”
কার্তিক জানান, নির্দিষ্ট স্থানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণটি হয়। এরপরই বুঝতে পারেন ডান চোখ খুলতে পারছেন না তিনি। কেননা চোখের মধ্যে ধুলাবালি ও ছাই ঢুকে পড়েছিল। সৌভাগ্যবশত কোনো ধারাল বস্তু ছিল না বলে চোখে বড় আঘাত লাগেনি বলে জানান অভিনেতা।
তবে এই ঘটনার পর সঙ্গে সঙ্গে কাজ শুরু করতে পারেননি কার্তিক। বিরতি নিয়ে, চোখ ধুয়ে, ওষুধ লাগিয়ে ফের সেই দৃশ্যের মহড়া শুরু করেছিলেন। তার ডান চোখের সামনে সেই বিস্ফোরণ হয়েছিল। খুব ভয় পেয়েছিলেন তিনি।
ছবিতে স্বর্ণপদকজয়ী মুরলিকান্ত পেটকরের চরিত্রে দেখা গেছে কার্তিককে। চরিত্রটির জন্য ১৮ কেজি ওজন কমিয়েছিলেন অভিনেতা। বিজয় রাজ, যশপল শর্মা ও রাজপাল যাদবকেও দেখা গেছে ১৪ জুন মুক্তিপ্রাপ্ত এ সিনেমাটিতে।