শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ঢাকা

হাসপাতালে নৃত্য পরিচালক আজিজ রেজা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ জুলাই ২০২৪, ০৩:৩৯ পিএম

শেয়ার করুন:

loading/img

হৃদরোগে আক্রান্ত হয়েছেন নৃত্য পরিচালক আজিজ রেজা। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়েছেন নৃত্য পরিচালক হাবিবুর রহমান।

আজ মঙ্গলবার নিজের ফেসবুকে তিনি লিখেছেন, নৃত্য পরিচালক আজিজ রেজা ভাই হার্ট অ্যাটাক করে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। সবাই দোয়া করবেন ওস্তাদের জন্য। 


বিজ্ঞাপন


চিত্রনায়ক সাইফ খান এ প্রসঙ্গে বলেন, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আমার ওস্তাদ নৃত্য পরিচালক আজিজ রেজাকে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। আজ (২ জুলাই) তিনি সকালে হার্ট অ্যাটাক করেন। এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না।

আজিজ রেজা এখন পর্যন্ত ১ হাজার ৯৬টি গানের কোরিওগ্রাফি করেছেন। টালিউডেও তিনি কাজ করেছেন। তিনি নৃত্যে বিশেষ অবদান রাখায় জাতীয় পুরস্কার লাভ করেন। সেখানের সিনেমায় ৪২টিরও বেশি গান করেছেন।

নৃত্য পরিচালক আমির হোসেন বাবুর হাত ধরে আজিজ রেজা চলচ্চিত্রাঙ্গনে প্রবেশ করেন। ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র রসিয়া বন্ধু সিনেমায় তিনি আমির হোসেন বাবুর সহকারী হিসেবে কাজ করেন। পরে এককভাবে চলচ্চিত্রে নৃত্য নির্দেশনা দেন এম এ মালেক পরিচালিত তুফান মেঘ চলচ্চিত্রে। এ সিনেমাটিই তার ভাগ্য খুলে দেয়। তাকে সবার কাছে গ্রহণযোগ্য করে তোলে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর