মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ঢাকা

আগের চেয়ে ভালো আছেন হৃদরোগে আক্রান্ত মুকুল সিরাজ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ জুলাই ২০২৪, ০১:১৫ পিএম

শেয়ার করুন:

loading/img

হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন আছেন অভিনেতা মুকুল সিরাজ। গতকাল ঢাকা মেইলকে খবরটি নিশ্চিত করেছিলেন অভিনয় শিল্পী সংঘের আইন ও কল্যাণ সম্পাদক ঊর্মিলা শ্রাবন্তী কর। এবার তার শারীরিক অবস্থা সংবাদমাধ্যমকে জানালেন সংগঠনটির সভাপতি আহসান হাবিব নাসিম।

তিনি বলেন, ‘মুকুল ভাইয়ের শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভালো। তবে আরও দুই-তিন দিন তাকে হাসপাতালে থাকতে হবে। আগামী বৃহস্পতিবার তার এনজিওগ্রাম হবে।’

322380627_473247131638235_620439291811815486_n

রোববার (৩০ জুন) দিবাগত রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন মুকুল। এ সময় তাকে তড়িঘড়ি করে হাসপাতালে নেওয়া হয়। সামাজিক মাধ্যমে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের অনেকেই এ অভিনেতার হৃদরোগে আক্রান্ত হওয়ার বিষয়টি জানান। পাশাপাশি করেন আরোগ্য কামনা।

আরও পড়ুন: জামিন পেয়েছেন ববি

বহুমাত্রিক চরিত্রে অভিনয় করেন অভিনেতা মুকুল সিরাজ। যাত্রা শুরু হয়েছিল মঞ্চ নাটকের মাধ্যমে। টেলিভিশনে নাম লেখান গাজী রাকায়েতের হাত ধরে। তার পরিচালিত ‘রূপান্তর’ ধারাবাহিকে প্রথম দেখা যায় তাকে। 

336540563_555541503335937_913805864220957747_n

মুকুল সিরাজ অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে- ‘ভালোবাসা কারে কয়’, ‘সুখ পাখি’, ‘তরিক আলী হাডারী’, ‘লং মার্চ’, ‘মহাগুরু’, ‘সিদুরের চুপকথার গল্প’ ইত্যাদি। তিনি মীর সাব্বির পরিচালিত ‘রাত জাগা ফুল’নামের একটি সিনেমায়ও কাজ করেছেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর