বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নতুন গানের প্রচারণায় ৫০০ ফুট লম্বা পোশাকে গায়িকা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০২৪, ০৬:৪৬ পিএম

শেয়ার করুন:

নতুন গানের প্রচারণায় ৫০০ ফুট লম্বা পোশাকে গায়িকা 

নতুন গানের মুক্তি উপলক্ষে ৫০০ ফুট দীর্ঘ পোশাক পরে চমকে দিলেন মার্কিন গায়িকা ও গীতিকার কেটি পেরি। মুক্তি পেতে যাচ্ছে তার নতুন গান ‘উইমেন্স ওয়ার্ল্ড’। সে উপলক্ষেই এ আয়োজন।

সম্প্রতি লম্বা এ পোশাক পরিহিত কেটির একটি ভিডিও প্রকাশ পেয়েছে। সেখানে দেখা গেছে, চোখ ধাঁধানো লাল পোশাক পরে একটি লিমোজিন গাড়ি থেকে বেরিয়ে আসছেন পেরি। গায়িকা তার ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন এবং অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় তার পোশাকে ৫০০ ফুটের একটা লম্বা অংশ ছিল। যাতে তার মুক্তি পেতে যাওয়া গানের কথা ছিল।


বিজ্ঞাপন


আরও পড়ুন: সৃজিতের এক ছবিতে ১২ জন ডাকসাইটে অভিনয়শিল্পী

আরও পড়ুন: লিভ ইন করছেন বিজয়-তৃষা!

প্রিয় গায়িকাকে এমন রূপে দেখে যারপরনাই অবাক ভক্তরা। একে তো নতুন গানের আনন্দ তার ওপর কেটিকে এমন চমকে দেওয়া রূপে দেখে চোখ সরছে না তাদের। ফলে লাইক, কমেন্ট শেয়ারের মাধ্যমে ভিডিওটি ভাইরাল করে দিয়েছেন তারা। একজন লিখেছেন, ‘কেটি পেরি জানেন কীভাবে আলোচনায় থাকতে হয়। তার পোশাক এই গানটি নিয়ে উৎসাহ বাড়িয়ে দিল সাধারণ মানুষের মধ্যে।’

২০২০ এর পর আর কোনো গান মুক্তি পায়নি কেটি পেরির। কয়েক বছরের বিরতি ভাঙছেন ‘উইমেন্স ওয়ার্ল্ড’ দিয়ে। এ আনন্দের মাঝে কেটিকে অদ্ভুত পোশাকে দেখে বেশ উৎফুল্ল ভক্তরা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর