শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

আমার মেয়ে কবে কার সঙ্গে ডেটে গেছে সেটাও জানি: স্বস্তিকা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন ২০২৪, ১১:৪৯ এএম

শেয়ার করুন:

loading/img

টলিউড অভিনেত্রী স্বস্তিকা বন্দোপাধ্যায় যেন খোলা বইয়ের মতো। কোনো কিছুতেই রাখঢাক নেই তার। এ অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যায়। এবার তিনি জানালেন নিজের মেয়ের সঙ্গেও সম্পর্কটা এরকম। কন্যা কখন কার সঙ্গে ডেটে যান সে খবরও জানেন স্বস্তিকা।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মেয়ে অন্বেষাকে নিয়ে স্বস্তিকা বলেন, আমি তো ওকে রোজ বলি যে, আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মা কী ভাববে, তা ভেবে যেন কিছু লুকিয়ে না যায়। সমস্যা হলে দু’জনে মিলে তার সমাধান খোঁজার চেষ্টা করব। 

428694935_939339940887913_1230910102763561400_n

এরপর বলেন, এখনও পর্যন্ত আমাদের সম্পর্কটা খুবই ভালো। ও কবে কার সঙ্গে ডেটে গেছে, সেটাও আমি জানি। সন্তানকে এই কমফোর্ট জ়োনটা বাবা-মাদেরই দিতে হবে। জুলাইয়ে প্রায় সাত-আট মাস পর মেয়ের সঙ্গে দেখা হবে। ভেবেই মনটা আনন্দে ভরে উঠছে।

স্বস্তিকার বেশ কয়েকটি কাজ রয়েছে মুক্তির অপেক্ষায়। এরমধ্যে অমিতাভ বচ্চনের সঙ্গে করেছিলেন ‘সেকশন ৮৪’। সেটিও রয়েছে তালিকায়।এছাড়া আরও কয়েকটা হিন্দি কাজ মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন