সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ঢাকা

কর্মজীবী নারীর সন্তানকে কুকুরছানার সঙ্গে তুলনা, ভুল স্বীকার মীরার 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ জুন ২০২৪, ০২:২৮ পিএম

শেয়ার করুন:

loading/img

কর্মজীবী নারীর সন্তানকে কুকুরছানার সঙ্গে তুলনা করে কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড তারকা শাহিদ কাপুরের স্ত্রী মীরা কাপুর। মন্তব্যটি করার অর্ধযুগ পর ভুল স্বীকার করলেন অভিনেতার স্ত্রী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

নিজের মেয়েকে কুকুরছানা হিসেবে দেখেন না উল্লেখ করে কর্মজীবী মেয়েদের উদ্দেশে মীরা বলেছিলেন, তিনি বুঝতে পারেন না কেন নারীরা সন্তানদের রেখে কাজে যান। এই মন্তব্য একেবারেই ঠিক ছিল না। এখন মনে করেন মীরা।


বিজ্ঞাপন


সম্প্রতি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বলেন, সেসময়ে তাকে এই মন্তব্যের জন্য কোণঠাসা করে দেওয়া হয়। শাহিদ-পত্নী বলছেন, আমি এখন আর এই মন্তব্যের সঙ্গে সহমত নই। অনেকটা সময় আমরা পেরিয়ে এসেছি।

২০১৭ সালে এক সাক্ষাৎকারে মীরা বলেছিলেন, এক ঘণ্টা মেয়ের সঙ্গে কাটিয়ে আমি কাজে চলে যেতে চাই না। ওকে কেন আমি আনলাম? ও তো কুকুর ছানা নয়। আমি ওর মা হয়ে থাকতে চাই। ওকে বড় হতে দেখতে চাই।

নিজের অবস্থান পরিষ্কার করে এবার বললেন, “আমি বুঝেছি কেন বিষয়টাকে ভাল ভাবে নেওয়া হয়নি। আমি তখন দুর্বল ছিলাম। আবেগের জায়গা থেকে বলেছি। আমি শুধু আত্মপক্ষ সমর্থন করার জন্য এই মন্তব্য করেছিলাম। বোঝাতে চাইছিলাম, আমি যেটা করছি সেটাও ঠিক। আমি জানি বহু মানুষ এতে আঘাত পেয়েছিলেন এবং তার জন্য আমি নিজে অনুতপ্ত।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর