মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডিপজল প্রশ্ন তুলতেই ভিডিও প্রকাশ করলেন নিপুণ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ জুন ২০২৪, ০৬:৪৪ পিএম

শেয়ার করুন:

ডিপজল প্রশ্ন তুলতেই ভিডিও প্রকাশ করলেন নিপুণ

শিল্পী সমিতিকে কেন্দ্র করে নিপুণ আক্তারের শত্রুতা এতদিন ছিল জায়েদ খানের সঙ্গে। কারণ এক থাকলেও এবার বদলেছে ব্যক্তি। পদজনিত জটিলতার কারণে নিপুণ এবার দ্বন্দ্বে জড়িয়েছেন মনোয়ার হোসেন ডিপজলের সঙ্গে। যখন তখন একজন আরেকজনকে বাক্যবাণে জর্জরিত করছেন।

অভিনয়ের পাশাপাশি নিপুণের রয়েছে পার্লারের ব্যবসা। তবে এ নিয়ে বিস্তর সন্দেহ ডিপজলের। তার ধারণা পার্লার ব্যবসার আড়ালে অন্য কিছুর সঙ্গে জড়িত নিপুণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেন ডিপজল।


বিজ্ঞাপন


আরও পড়ুন: যে কারণে ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহার করেন না সারিকা
আরও পড়ুন: শাকিবের মধ্যে যথেষ্ট ভালো সেন্স অব হিউমার আছে: নাবিলা

তার কথায়, ‘নিপুণের মূল ব্যবসাটা কী? আমি যে সিনেমা করছি, এটাই কি আমার মূল্য ব্যবসা? না, এটা আমার মূল্য ব্যবসা না। শুনলাম, উনি পার্লার দিয়েছেন। কী পার্লার এটা? সেই পার্লারে গিয়ে আপনারা দেখেন, সেটা কেমন পার্লার। সেখানে কী হয়।’

এরপরই সরব হয়েছেন নিপুণ। কথায় না সরাসরি কাজে দিয়েছেন পরিচয়। নিজের ফেসবুক থেকে পার্লারের একটি লাইভ ভিডিও শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ক্যাপশনে লিখেছেন, ‘আইব্রো ও ওমব্রে!’   এতে স্পষ্ট ডিপজলের প্রশ্নের উত্তর দিতেই ভিডিওটি পোস্ট করেছেন তিনি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর