বাবার পদাংক অনুসরণ করছেন আমির খানের ছেলে। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে দৃশ্যমান হলো। আজ বুধবার প্রাকশ্যে এসেছে আমিরপুত্র জুনেইদ খানের প্রথম ছবি ‘মহারাজ’-এর পোস্টার। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সিপাহী বিদ্রোহের বছর কয়েক পরের বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি। আদিত্য চোপড়ার প্রযোজনায় ছবিটি পরিচালনার দায়িত্ব সামলেছেন সিদ্ধার্থ পি. মালহোত্রা। ব্রিটিশ ভারতের বোম্বাই কোর্টে হয়েছিল ‘মহারাজ মানহানির মামলা’।

করসানদাস মুলজির বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল। সাংবাদিক ছিলেন তিনি। নিজের এক লেখায় তৎকালীন পুষ্টিমার্গের ধর্মগুরুদের মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেকারণেই তার বিরুদ্ধে মানহানির অভিযোগ আনা হয়েছিল। মুলজির সংবাদমাধ্যমের প্রকাশক নানাভাই রুস্তমজি রানীনাও মামলার অন্যতম অভিযুক্ত ছিলেন। বাস্তব এই ঘটনাটি পর্দায় তুলে আনা হচ্ছে আমিরপুত্রের সিনেমায়।
আরও পড়ুন: এইচআইভিতে আক্রান্ত রাখি— গুঞ্জন চাউর
জুনেইদ খান আমির খান ও তার প্রথম স্ত্রী রিনা দত্তের সন্তান। প্রথম সিনেমা মুক্তির আগেই যুক্ত হয়েছেন আরও একটি সিনেমায়। সে ছবিতে তার বিপরীতে আছেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী।

