সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিনেমাটা রেকর্ড তৈরি করবে, ‘তুফান’ প্রসঙ্গে সাবিলা নূর 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ মে ২০২৪, ০১:০২ পিএম

শেয়ার করুন:

সিনেমাটাও রেকর্ড তৈরি করবে, ‘তুফান’ প্রসঙ্গে সাবিলা নূর 

‘তুফান’-এর টিজার দিয়ে আগুন লাগিয়ে দিয়েছেন সুপারস্টার শাকিব খান। দর্শকের পাশাপাশি সহকর্মীরাও উচ্ছ্বসিত তার নতুন অবতারে। যা ছুঁয়ে গেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরকেও। 

রাজধানীর একটা পাঁচতারা হোটেলে আয়োজিত একটি প্রদর্শনীতে অংশ নিয়েছিলেন সাবিলা। সেখানে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে ‘তুফান’-এর টিজার নিজের প্রতিক্রিয়া জানান। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: ‘তুফান’-এর টিজার নিয়ে যা বললেন বুবলী

তিনি বলেন, ‘সম্প্রতি “তুফান”–এর টিজার দেখলাম। আমি খুবই উচ্ছ্বসিত। আমি মনে করি, এরই মধ্যে টিজার রেকর্ড তৈরি করেছে, সিনেমাটাও রেকর্ড তৈরি করবে। সিয়ামের কাজটা নিয়েও অনেক উচ্ছ্বসিত আমি। আমি চেষ্টা করি প্রতিবারই হলে গিয়ে সিনেমা দেখার। গতবার ‘রাজকুমার’ ও ‘ওমর’ দেখেছি, দুটোই ভালো হয়েছে। সামনেরগুলোও দেখব।’

এ সময় সিনেমা নিয়ে সাবিলা বলেন, ‘প্রতি ঈদেই ভালো ভালো সিনেমা আসছে। এটা আমাদের শিল্পীদের জন্য খুবই ভালো একটা খবর। আমরাও আসলে ভালো ভালো গল্পে কাজ করার সাহস পাচ্ছি।’

আরও পড়ুন: খোঁজ মিলল আফরান নিশোর, দিলেন সুখবর

নব্বই দশকের গ্যাংস্টারের গল্প দেখা যাবে ‘তুফান’-এ। এতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন টলিউডের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। গুঞ্জন রয়েছে এতে খল চরিত্রে থাকছেন যিশু সেনগুপ্ত।

দেশের দুই প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই ও চরকির সঙ্গে ছবিটি প্রযোজনা করছে কলকাতার এসভিএফ। ‘তুফান’ পরিচালনা করছেন রায়হান রাফী। কোরবানির ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর