মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জনপ্রিয় অভিনেতাকে নিয়ে উল্টে গেল চলন্ত গাড়ি! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৪, ১১:১৪ এএম

শেয়ার করুন:

জনপ্রিয় অভিনেতাকে নিয়ে উল্টে গেল চলন্ত গাড়ি! 

জনপ্রিয় অভিনেতা অজিত কুমারকে নিয়ে উল্টে গেছে চলন্ত গাড়ি। ফাঁকা জমির মধ্যে দিয়ে কালো পিচের রাস্তা। তার মধ্য দিয়ে একটি কালো গাড়ি চলছে গুলির বেগে। চালকের আসনে অজিত। হঠাৎ তাকে নিয়েই উল্টে যায় গাড়িটি।

তবে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। কেননা ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে,  এটি একটি শুটিংয়ের অংশ। সেখানেই এমন একটি দৃশ্যে অংশ নিয়েছেন অজিত। চাইলে ব্যবহার করতে পারতেন ‘বডি ডাবল’ । কিন্তু করেননি। দুর্ধর্ষ স্টান্ট করে চমকে দিয়েছেন তিনি।


বিজ্ঞাপন


আরও পড়ুন: বাবা-মেয়ের অভিনয় করলেও আসলে প্রেম করছেন তারা!

এরইমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিও। ছবির প্রযজনা সংস্থা এক্সে প্রকাশ করেছে সেগুলো। তিনটি আঙ্গিক থেকে সেখানে পুরো শুটিংয়ের বিষয়টাকে তুলে ধরা হয়েছে। সঙ্গে লেখা হয়েছে, ‘‘সাহসিকতার কোনও সীমা নেই। কোনও স্টান্ট ডাবল ছাড়াই ‘বিদা ময়ুর্চি’ ছবিতে সাহসী স্টান্ট করলেন অজিত কুমার।’’ ওই ভিডিয়োতে অজিতের পাশে দেখা যাচ্ছে ছবির অন্য অভিনেতা আরভকে।

আরও পড়ুন: ঐশ্বরিয়া দুবাইয়ে বাড়ি কিনেছেন, ছাড়ছেন ভারত!

তবে অজিতের এ ঝুঁকিপূর্ণ অভিনয় দেখে সন্তুষ্ট নন তার ভক্তরা। একজন লিখেছেন, ‘‘প্রয়োজন ছিল না। তবুও উনি ঝুঁকিটা নিলেন কেন।’’ অন্য একজন প্রশংসা করে লিখেছেন, ‘‘চমকে গেছি, কাজের প্রতি এতটা একাগ্রতা অকল্পনীয়।’’


বিজ্ঞাপন


গত বছর শুরু হয়েছে অ্যাকশন ঘরাণার ‘বিদা ময়ুর্চি’ ছবির শুটিং। তুরস্কের বিভিন্ন স্থানে হয়েছে দৃশ্যধারণের কাজ। তবে এখনও মুক্তির তারিখ নির্ধারিত হয়নি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর