মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাহিকে নিয়ে এবার যা লিখলেন রাকিব সরকার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩০ এএম

শেয়ার করুন:

মাহিকে নিয়ে এবার যা লিখলেন রাকিব সরকার

স্বামী রাকিব সরকারের সঙ্গে মাহিয়া মাহির বিচ্ছেদের খবর কারও অজানা না। সামাজিক মাধ্যমে নায়িকা নিজে এ খবর জানিয়েছেন। তবে বিষয়টি নিয়ে মুখ খোলেননি রাকিব। সংবাদমাধ্যমের প্রশ্নের মুখেও চেপে গেছেন। এবার তিনি মুখ খুললেন। সামাজিক মাধ্যমে জানালেন, মাহি কুফরি দ্বারা আক্রান্ত। 

বুধবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে রাকিব লিখেছেন, মাহি দীর্ঘদিন কুফরি দ্বারা আক্রান্ত। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: নিজের নাম পরিবর্তন করলেন মাহি

এরপর সকলের উদ্দেশে তিনি লেখেন, মাহিকে নিয়ে কেউ বাজে কথা বইলেন (পড়ুন বলবেন) না প্লীজ। আমি অনেক কষ্ট পাই। 

331068703_515955027287366_4813169883825052844_n

সবশেষে রাকিব লিখেছেন, একসাথে না থাকলেও আমি ভালোবাসি। ফারিশের মা হিসেবে তার সম্মান অনেক উর্দ্ধে। 


বিজ্ঞাপন


এর আগের পোস্টে রাকিব ইঙ্গিতে বিষয়টি তুলে ধরেছিলেন। তিনি লিখেছিলেন, এক জ্বীন সাধিকার কাছে প্রায় তিন বছর পূর্বে বন্দি হয়ে তার মন মর্জি মতোন চলতে গিয়ে অধিকাংশ সময় নির্ঘুম সারারাত কাটিয়েছি। আর নিজের প্রতি কোনো যত্ন নেওয়ার সুযোগ না পাওয়ায় নানা অসুখ বিসুখ শরীরে বাসা বেঁধেছে।

327945891_1208374966733875_1588714565542832419_n

এরপর লিখেছিলেন, তাই ব্যাংককে চিকিৎসার জন্য অবস্থান করছি। এই তিন বছরে অনেকের মনে কষ্ট দিয়েছি হয়তো ইচ্ছার বিরুদ্ধে। দয়া করে কেউ আমাকে অভিশাপ দিবেন না। দোয়া চাই। (শক্ত দলিল ছাড়া আমি কথা বলি না)।

দিন কয়েক আগে ঘর ভাঙার খবর দেন ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি। তিনি জানান স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।

mahi_20231003_123405401

সেসময় এক ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে। খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটাও দুজন মিলেই ঠিক করব।

আরও পড়ুন: সন্তানের উদ্দেশে যে বার্তা দিলেন মাহির স্বামী রাকিব

২০১৬ সালে মাহি বিয়ে করেছিলেন সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে। তার সঙ্গে ঘর ভাঙলে ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রকিব সরকারকে বিয়ে করেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর