রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তৃতীয়বার বিয়ে করছেন অনুপম, গায়কের প্রথম স্ত্রী কে 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৫ পিএম

শেয়ার করুন:

তৃতীয়বার বিয়ে করছেন অনুপম, গায়কের প্রথম স্ত্রী কে 

গত বছরের শেষে অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী গাঁটছড়া বাঁধেন অভিনেতা পরমব্রতের সঙ্গে। তার মাস তিনেকের মাথায় অনুপমও শুরু করতে যাচ্ছেন নতুন জীবন। আগামী ২ মার্চ বিয়ের পিঁড়িতে বসছেন তিনি।

এটি অনুপমের তৃতীয় বিয়ে। সেই ঘর ভেঙে গেলে পিয়াকে বিয়ে করেন তিনি। পিয়াকে কিন্তু পিয়াকে অনুপমের প্রাক্তন হিসেবে সবাই জানলেও গায়কের প্রথম স্ত্রীকে কেউ চেনেন না। তাই অনেকেই জানতে চান সে সম্পর্কে।


বিজ্ঞাপন


Anupam-Roy-with-wife-Piya-Chakraborty

ভারতীয় সংবাদমাধ্যমের এরক প্রতিবেদনে বলা হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন গায়ক অনুপম রায়। সেসময় এক সহপাঠীর প্রেমে পড়েছিলেন। বিয়েও করেছিলেন তারা দুজন। 

আরও পড়ুন: অনুপমের বিয়ে, যা বললেন প্রাক্তন পিয়া
আরও পড়ুন: অনুপমের প্রাক্তন স্ত্রীকে বিয়ের পর যা বললেন পরমব্রত

কলকাতায় বিয়ের পর প্রথম স্ত্রীকে নিয়ে বেঙ্গালুরুতে চলে যান অনুপম। এরপর সেখানে স্ত্রীর সঙ্গে সংসার পেতেছিলেন। সুখের সংসার ছিল তাদের। তবে যেকোনও কারণেই হোক সেই সুখের সংসারেও ফাটল ধরে। বিয়ে ভেঙে যায়। তবে তখনও অনুপম রায় গায়ক হিসাবে খ্যাতি পাননি।তবে প্রথম স্ত্রীর নাম ধাম কখনও প্রকাশ করেননি অনুপম। এ নিয়ে কথাও বলেননা গণমাধ্যমে। তাই বিষয়টি আড়ালেই রয়ে গেছে।


বিজ্ঞাপন


1584973489 

এদিকে অনুপমের বিয়ের কথা শুনে শুভকামনা জানিয়েছেন প্রাক্তন পিয়া। তিনি বলেছেন, ‘‘যখন ওদের বিয়ের কথা জেনেছি, তখন নিজে থেকেই শুভেচ্ছা জানিয়েছি অনুপমকে। বিয়ের দিন ঠিক হয়েছে, তা আগেই জানতাম।’’  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর