রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অনুপমের প্রাক্তন স্ত্রীকে বিয়ের পর যা বললেন পরমব্রত

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৩, ১১:৫৪ এএম

শেয়ার করুন:

অনুপমের প্রাক্তন স্ত্রীকে বিয়ের পর যা বললেন পরমব্রত

অনেক দিন ধরেই পশ্চিমবঙ্গের গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে নাম জড়িয়েছিল টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের। বিষয়টি নিয়ে কম চর্চা হয়নি টলিউডে। সব জল্পনার অবসান ঘটিয়ে গতকাল সোমবার গাঁটছড়া বেঁধেছেন পরমব্রত-পিয়া।

বিয়ের অনুভূতি জানিয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে পরম বলেন, ‘বেশি বয়সে বিয়ে হলে যেমন লাগে, ঠিক তেমনই লাগছে। এই বিয়েটা প্রথম থেকেই প্রাইভেট রাখতে চেয়েছিলাম। শুধুমাত্র পরিবারের লোকজনই উপস্থিত ছিল। দেখি পরে হয়তো একটা অনুষ্ঠান করব। সেখানে সবাই নিমন্ত্রণ পাবেন।’


বিজ্ঞাপন


আরও পড়ুন: অনুপমের প্রাক্তন স্ত্রীকে বিয়ে করছেন পরমব্রত

ঘরোয়াভাবেই বিয়ের কাজ সেরেছেন তারা। ছিল না তেমন কোনো আয়োজন। খুবই কম সংখ্যক লোক দাওয়াত করেছিলেন। পরিবার ও ঘনিষ্ঠ কিছু বন্ধুর উপস্থিতিতে চার হাত এক হয়েছে দুজনের।

পিয়া একজন স্বাস্থ্যকর্মী। জানা গেছে পরমব্রতের সঙ্গে সম্পর্কের কারণেই ২০২১ সালে অনুপমের সঙ্গে ঘর ভাঙে তার। সেসময় সামাজিক মাধ্যমে বিচ্ছেদের খবরটি জানিয়েছিলেন তারা। তবে কারণটি গোপন রেখেছিলেন।

আরও পড়ুন: কীভাবে ট্রলকারীদের সামলাবেন— জানালেন রাশমিকা 


বিজ্ঞাপন


এদিকে পরমব্রতও আড়ালে রেখেছিলেন পিয়ার সঙ্গে সম্পর্কের কথা। জানিয়েছিলেন, তারা খুব ভালো বন্ধু। এবং এই ধরনের আলোচনায় যে তিনি খুবই বিরক্ত, সে কথাও স্পষ্ট জানিয়েছিলেন। যদিও ইন্ডাস্ট্রিতেও তাদের নিয়ে চর্চা হচ্ছিল। অভিনেতার কাছের বন্ধুরাও অংশ নিয়েছিলেন এতে।

এরপর কেটে গেছে অনেকটা সময়। এরমধ্যে বন্ধুত্বের মোড়কে প্রেম করে বেড়িয়েছেন পরমব্রত-পিয়া। পরমব্রত যে পিয়ার বাড়িতে যাতায়াত বাড়িয়েছেন, সে কথাও জানা গিয়েছিল। মাঝে পরমব্রত ছবির শুটিংয়ের জন্য লন্ডনে ছিলেন দীর্ঘদিন। সে সময় পিয়াও গিয়েছিলেন দেখা করতে। কিছুদিন আগে পিয়া ও তার মায়ের সঙ্গে পরমব্রতকে পার্ক স্ট্রিটের এক রেস্তরাঁয়ও দেখা গিয়েছিল।

অবশেষে দশ দিনের চাঁদ দেখা গেল ঘরে বসেই। নিজেই নিজের কথা মিথ্যা প্রমাণিত করে পরম সাতপাকে বাঁধা পড়লেন অনুপমের প্রাক্তন স্ত্রীর সঙ্গে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর