দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিনোদন অঙ্গনের একঝাঁক তারকা ছিলেন মনোনয়ন প্রত্যাশীদের তালিকায়। ভোটের মাঠেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন বেশ কয়েকজন। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের মাঝেও ছিলেন একঝাঁক তারকারা।
লাকী ইনাম, সুজাতা বেগমের মতো প্রবীণ শিল্পী থেকে শুরু করে ছিলেন এ প্রজন্মের সোহানা সাবা, ঊর্মিলা শ্রাবন্তী কর, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, নুসরাত ফারিয়ার মতো তারকারা। তবে কারও কপালে জোটেনি সংরক্ষিত আসন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: বিয়ে করেছেন স্পর্শিয়া
আরও পড়ুন: তারকাদের মধ্যে কারা হতে পারেন সংরক্ষিত আসনের সদস্য
এছাড়া অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা গতবার নারী সংসদ সদস্যের দায়িত্ব পালন করেছিলেন। এবারও তিনি সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তিনিও পাননি সংরক্ষিত আসনের সদস্য পদ।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন প্রত্যাশীদের গণভবনে ডাকেন সাক্ষাতের জন্য। গতকাল বুধবার দুপুর ১২টায় গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের-এর সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাশেষে ৪৮ জন দলীয় প্রার্থী চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়।