ঢালিউড অভিনেতা আরিফিন শুভর অনুসারীদের কাছে তার মায়ের মুখটি পরিচিত। কেননা মাঝে মাঝেই সোশ্যাল হ্যান্ডেল থেকে মায়ের সঙ্গে ভিডিও প্রকাশ করতেন শুভ। আবেগঘন মুহুর্ত তুলে ধরতেন তিনি। এবার মায়ের মৃত্যুতে সবার কাছে দোয়া চেয়ে দিলেন এক আবেগঘন স্ট্যাটাস।
আজ বৃহস্পতিবার নিজের ফেসবুকে মায়ের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন শুভ। সঙ্গে লিখেছেন, আমার মা আল্লাহর কাছে চলে গেছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: মা হারালেন চিত্রনায়ক আরিফিন শুভ
এরপর তিনি লেখেন, ২১ জানুয়ারি দুপুরে মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। এরপর থেকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে মা জীবনের শেষ যুদ্ধটা করেছে। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে সেটা শেষ হয়েছে ২৪ জানুয়ারি (বুধবার) রাত ১১টা ৫৫ মিনিটে। বাদ ফজর (আজ বৃহস্পতিবার) ঢাকার কালোনী কেন্দ্রীয় জামে মসজিদ ও জামেউল উলুম মাদ্রাসা কমপ্লেক্সে জানাজা শেষে মাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।
এরপর মায়ের জন্য দোয়া চেয়ে এ তারকা লিখেছেন, এর আগেও আপনার সবাই আমার মায়ের জন্য দোয়া করেছেন এবারও আপনারা আমার মাকে দোয়ায় রাখবেন, ইনশাআল্লাহ।
আরও পড়ুন: এক ছবিতে শাকিব-শুভ
বিজ্ঞাপন
গতকাল বুধবার (২৪ জানুয়ারি) রাতে মৃত্যু হয় শুভর মা খায়রুন নাহারের। সামাজিক মাধ্যমে এ খবর জানান চিত্রনায়ক ও শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান।
জানা গেছে, বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন শুভর মা। ২০১৭ সাল থেকে আক্রান্ত ছিলেন সিজোফ্রেনিয়া রোগে। গত আট বছর ধরে শুভর ঢাকার বাসায় থাকতেন। কাজের ফাঁকে মায়ের সেবা-ডাক্তার-ওষুধ নিয়ে ছোটাছুটির মধ্যে থাকতে হতো শুভকে।

