চিত্রনায়ক আরিফিন শুভর মা খাইরুন নাহার মারা গেছেন। বুধবার দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ঢাকাই সিনেমার আরেক নায়ক জায়েদ খান।
বিজ্ঞাপন
ফেসবুক পোস্টে জায়েদ খান লিখেছেন, ‘চিত্রনায়ক আরিফিন শুভর মা গতকাল রাত ১১.৫৫ মিনিটে রাজধানীর নিউরো সায়েন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অদ্য বাদ ফজর জানাজা এবং শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফনকাজ সম্পন্ন হবে।’
জানা গেছে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন শুভর মা। ২০১৭ সাল থেকে আক্রান্ত ছিলেন সিজোফ্রেনিয়া রোগে। গত আট বছর ধরে শুভর ঢাকার বাসায় থাকতেন। কাজের ফাঁকে মায়ের সেবা-ডাক্তার-ওষুধ নিয়ে ছোটাছুটির মধ্যে থাকতে হতো শুভকে।
শুভর অনুসারীদের অধিকাংশের কাছেই তার মায়ের মুখটি পরিচিত। কেননা মাঝে মাঝেই নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে মায়ের সঙ্গে ভিডিও প্রকাশ করতেন শুভ। মা-ছেলের আবেগঘন মুহুর্ত তুলে ধরতেন তিনি।
এদিকে শুভর মায়ের মৃত্যুতে ঢালিউডে নেমেছে শোকের ছায়া। সহকর্মী ও শুভানুধ্যায়ীদের অনেকেই প্রকাশ করেছেন শোক।
এমআর

