রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মোস্তফা সরয়ার ফারুকী এখন কেমন আছেন?

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৪, ১১:৫৩ এএম

শেয়ার করুন:

মোস্তফা সরয়ার ফারুকী এখন কেমন আছেন?

গতকাল সোমবার অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করা হয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে। সামাজিক মাধ্যমে ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশা জানান, ব্রেইন স্ট্রোক হয়েছে নির্মাতার। এবার জানা গেলে ফারুকীর বর্তমান অবস্থা।

মোস্তফা সরয়ার ফারুকীর শারীরিক অবস্থা প্রসঙ্গে তার চাচাতো ভাই বাবু ঢাকা মেইলকে বলেন, ফারুকী ভাইয়ের অবস্থা এখন আগের চেয়ে ভালো। একটু পর সিটি স্ক্যান করা হবে। এখনও তিনি আইসিইউতে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। সবাই ওনার জন্য দোয়া করবেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ফারুকীর ব্রেইন স্ট্রোক, দোয়া চাইলেন তিশা

গতকাল সোমবার দিবাগত রাত ১ টার দিকে ফারুকীর খবর জানিয়ে নিজের ফেসবুকে তিশা লিখেছিলেন, আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বললেন এনজিওগ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেইন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউ তে অবজারভেশনে আছে এখন।

আরও পড়ুন: সিনেমাকে সাংস্কৃতিক নেতারা আর্ট কালচারের অংশ মনে করে না: ফারুকী

এ সময় স্বামীর জন্য দোয়া চেয়ে অভিনেত্রী আরও লিখেছিলেন, সবাই মোস্তফা সরওয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।


বিজ্ঞাপন


মোস্তফা সরয়ার ফারুকীর সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি। ওয়েবফিল্মটির মাধ্যমে প্রথমবার অভিনয়ে এসেছেন তিনি। তার বিপরীতে আছেন তিশা। আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, ডিপজল, শরাফ আহমেদ জীবন, ডলি জহুর প্রমুখ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর