মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ঢাকা

শোয়েব মালিকের নতুন স্ত্রী কে এই সানা জাভেদ 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৪, ০২:৪১ পিএম

শেয়ার করুন:

শোয়েব মালিকের নতুন স্ত্রী কে এই সানা জাভেদ 

সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কিছুদিন ধরেই শোয়েব মালিক ও সানিয়া মির্জার বিবাহ বিচ্ছেদ নিয়ে কানাঘুষা চলছে। যদিও এই বিষয়ে এখনও মুখ খুলেননি তাদের কেউ। সানিয়ার সঙ্গে বিচ্ছেদ নিয়ে কিছু না বললেও এবার ফের বিয়ে করলেন মালিক। সানা জাভেদ নামের এক পাকিস্তানি অভিনেত্রীকে বিয়ে করেছেন মালিক।

আরও পড়ুন-টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দল প্রকাশ!


বিজ্ঞাপন


সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় সাবেক অধিনায়ক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। বিয়ের বিষয়টি জানাতে গিয়ে সানা এবং নিজের বিয়ের একটি ছবি পোস্ট করেছেন মালিক। ক্যাপশনে কুরআনের আয়াত তুলে ধরেছেন এই অলরাউন্ডার। যা অর্থ, ‘আলহামদুল্লিাহ। নিশ্চয় তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে।’ অভিনয়ের পাশাপাশি মেকাপ আর্টিস্ট ও মডেলিংয়েও পদচারণা আছে সানার। বিয়ের পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পরিবর্তন এনেছেন তিনি। এখন তার নাম সানা শোয়েব মালিক।

আরও পড়ুন-সানিয়ার সঙ্গে বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই বিয়ে করলেন শোয়েব

pakistan_model_sana_malik_cricketer_

সানা জাভেদকে মালিক বিয়ে করার পর নেটিজেনদের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে কে এই অভিনেত্রী? জানা যায়, সানা জাভেদ ঊর্দু টিভি জগতে অন্যতম নাম। তিনি ২০১২ সালে একটি সিরিয়ালের মধ্যে দিয়ে টেলিভিশনে অভিষেক করেন। খানি নামে একটি সিরিয়ালে অভিনয়ের জন্য তিনি সেরা পুরস্কার পান। তবে তিনি নিজের জনপ্রিয়তা অর্জন করেন সোশাল ড্রামা রুশাই ও ডাঙ্গ নামে দুটো ক্ষেত্রে অভিনয় করে।


বিজ্ঞাপন


আরও পড়ুন-ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

তার জন্ম ১৯৯৩ সালের ২৫ মার্চ। সৌদি আরবের জেদ্দায় জন্মগ্রহণ করেন তিনি। করাচি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন। সানা জাভেদ মডেলিং দিয়ে পেশাদার দুনিয়ায় পা রাখেন। এরপর বিজ্ঞাপনে কাজ করেন। তারপর তিনি প্রবেশ করেন সিরিয়ালে। ২০১৮ সালে সোশিও কমেডি সিনেমা মেহেরুনিশা ভি লাব ইউ দিয়ে তিনি সিনেমায় পা রাখেন।

sana_jabv_pakstan_malik_2024

অভিনয়ের পাশাপাশি তিনি রিয়েলিটি শো তে অংশগ্রহণ করেন। ২০২০ সালে তিনি জিতো পাকিস্তান লিগ নামে একটি রিয়েলিটি শো তে ইসলামাবাদ ড্রাগন দলকে নেতৃত্ব দেন। এবার তিনি বিয়ে করলেন শোয়েব মালিককে। শোয়েব মালিকের সঙ্গে তাঁর বিয়ের ছবি শেয়ার করায় চমকে গিয়েছেন অনেকেই। যদিও তাঁদের বিয়ে নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে সানা জাভেদের অতীতে আরও একটি বিয়ে ছিল।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর