সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সানিয়ার সঙ্গে বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই বিয়ে করলেন শোয়েব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৪, ০১:১৫ পিএম

শেয়ার করুন:

বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই বিয়ে করলেন শোয়েব, পাত্রী কে? 

সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কিছুদিন ধরেই শোয়েব মালিক ও সানিয়া মির্জার বিবাহ বিচ্ছেদ নিয়ে কানাঘুষা চলছে। যদিও এই বিষয়ে এখনও মুখ খুলেননি তাদের কেউ। সানিয়ার সঙ্গে বিচ্ছেদ নিয়ে কিছু না বললেও এবার ফের বিয়ে করলেন মালিক।

সানা জাভেদ নামের এক পাকিস্তানি অভিনেত্রীকে বিয়ে করেছেন মালিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় সাবেক অধিনায়ক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। বিয়ের বিষয়টি জানাতে গিয়ে সানা এবং নিজের বিয়ের একটি ছবি পোস্ট করেছেন মালিক। ক্যাপশনে কুরআনের আয়াত তুলে ধরেছেন এই অলরাউন্ডার। যা অর্থ, ‘আলহামদুল্লিাহ। নিশ্চয় তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে।’


বিজ্ঞাপন


sania_mirza

অভিনয়ের পাশাপাশি মেকাপ আর্টিস্ট ও মডেলিংয়েও পদচারণা আছে সানার। বিয়ের পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পরিবর্তন এনেছেন তিনি। এখন তার নাম সানা শোয়েব মালিক। ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন মালিক ও সানিয়া। তাদের ঘরে একটি পুত্র সন্তান আছে। এদিকে সানারও এটা দ্বিতীয় বিয়ে। ২০২০ সালে পাকিস্তানের সংঙ্গীত শিল্পী উমর জসওয়ালের সঙ্গে বিয়ে হয়েছিল জনপ্রিয় এই অভিনেত্রীর।

এর আগে সম্প্রতি মালিকের সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে সানিয়া লিখেছিলেন, ‘বিয়ে অনেক কঠিন জিনিস। বিচ্ছেদও কঠিন। নিজের কঠিনটাকে বেঁছে নিন। স্থুলতা ভালো নয়। ফিট থাকাও কঠিন। নিজের কঠিণটাই বেঁছে নিন। ঋণের মধ্যে থাকা কঠিন। অর্থনৈতিক শৃঙ্খলা বজায় রাখা কঠিন। নিজের কঠিনটা বেঁছে নিন। যোগাযোগ রাখা কঠিন। যোগাযোগ না রাখাও কঠিন। নিজের কঠিনটাকে বেঁছে নিন। জীবন কখনও সহজ নয়। এটা সবসময় কঠিন। কিন্তু আপনি আপনার কঠিনটা বেঁছে নিতে পারেন। বেঁছে নিন।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর