রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৬৩ সিনেমা হলে ‘হুব্বা’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৪, ০৪:৩৪ পিএম

শেয়ার করুন:

৬৩ হলে ‘হুব্বা’

আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে মোশাররফ করিম অভিনীত কলকাতার সিনেমা ‘হুব্বা’। এদিন বাংলাদেশের প্রেক্ষাগৃহেও প্রদর্শন শুরু হবে ছবিটির। এবার জানা গেল ছবিটির হল সংখ্যা। 

দেশের ৬৩ সিনেমা হলে দেখা যাবে ‘হুব্বা’। সামাজিক মাধ্যমে এ খবর জানিয়েছে ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। নিজেদের অফিসিয়াল ফেসবুক থেকে সিনেমা হলের তালিকা দিয়েছে প্রতিষ্ঠানটি।


বিজ্ঞাপন


আরও পড়ুন: একইদিনে বাংলাদেশে মুক্তি পাবে মোশাররফের ‘হুব্বা’

হুব্বা শ্যামল। পশ্চিমবঙ্গে বাম আমলে যার পরিচিতি ছিল হুগলির ‘দাউদ’ নামে। কলকারখানার শ্রমিকদের থেকে চাঁদা তোলা দিয়ে অপরাধ জগতে হাতেখড়ি হয়েছিল তার। এরপর রাজনৈতিক নেতাদের মদদে ধীরে ধীরে হয়ে ওঠেন বেতাজ বাদশাহ। খুন, ডাকাতি কিংবা রাহাজানির অজস্র ঘটনায় অভিযুক্ত হয়ে জেলও খাটেন কয়েকমাস। অবশেষে ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর প্রতিপক্ষ গ্যাংয়ের হাতে খুন হন এই কুখ্যাত অপরাধী। 

420025643_748690643959011_1222348294271510129_n

সেই হুব্বা শ্যামলকেই তুলে ধরা হয়েছে এ সিনেমায়। ছবিটির পরিচালক ব্রাত্য বসু। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। আরও অভিনয় করেছেন পৌলমী বসু-সহ নাট্যজগতের বেশ কিছু শিল্পী।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর