হুব্বা শ্যামল। পশ্চিমবঙ্গে বাম আমলে যার পরিচিতি ছিল হুগলির ‘দাউদ’ নামে। কলকারখানার শ্রমিকদের থেকে চাঁদা তোলা দিয়ে অপরাধ জগতে হাতেখড়ি হয়েছিল তার। এরপর রাজনৈতিক নেতাদের মদদে ধীরে ধীরে হয়ে ওঠেন বেতাজ বাদশাহ। খুন, ডাকাতি কিংবা রাহাজানির অজস্র ঘটনায় অভিযুক্ত হয়ে জেলও খাটেন কয়েকমাস। অবশেষে ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর প্রতিপক্ষ গ্যাংয়ের হাতে খুন হন এই কুখ্যাত অপরাধী।
এবার সেই হুব্বা শ্যামলকে নিয়ে নতুন সিনেমা বানিয়েছেন পরিচালক তথা পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ১৯ জানুয়ারি মুক্তি পাবে ‘হুব্বা’। একইদিনে বাংলাদেশে মুক্তি পাবে ছবিটি। খবরটি জানিয়েছে ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
বিজ্ঞাপন
এক বিজ্ঞপ্তিতে জাজ জানায়, ‘হুব্বা’ বাংলাদেশে পরিবেশনার দায়িত্ব নিয়েছে তারা। ‘হুব্বা’ মুক্তি পাবে ১৯ জানুয়ারি। সবাইকে দেখার আমন্ত্রণ।
কিছুদিন আগে প্রকাশ্যে এসেছে ‘হুব্বা’র ট্রেলার। এতে মোশাররফ করিমের অভিনয় ভীষণ প্রশংসিত হয়েছে। ছবিটি প্রযোজনা করেছেন ফেরদৌসুল হাসান। ‘হুব্বা’য় মোশাররফ ছাড়াও অভিনয় করেছেন পৌলমী বসু-সহ নাট্যজগতের বেশ কিছু শিল্পী।

