রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ঢাকা

যে কারণে ভোট দিতে পারবেন না শাকিব খান  

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৪, ১১:১৫ এএম

শেয়ার করুন:

যে কারণে ভোট দিতে পারবেন না শাকিব খান  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে যাচ্ছেন ভোটাররা। তবে এবারের নির্বাচনে ভোট দিতে পারবেন না ঢালিউড সুপারস্টার শাকিব খান।

শাকিব খান রাজধানীর অভিজাত এলাকা গুলশানের বাসিন্দা। ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত গুলশান। গেল জাতীয় সংসদ নির্বাচনে মাকে নিয়ে গুলশান মডেল স্কুল কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন তিনি। তবে এবার পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব অবস্থান করায় ভোট দিতে পারছেন না তিনি।


বিজ্ঞাপন


আরও পড়ুন: শাকিব খান কোন আসনের ভোটার? 

আরও পড়ুন: ভোট দিতে দেশে ফিরেছেন মিম 

পবিত্র ওমরাহ হজ পালন করতে গত ২ জানুয়ারি ঢাকা ছাড়েন তিনি। সেদিন দুপুরের এক ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মক্কা নগরীর উদ্দেশে বিমানে চেপে বসেন তিনি।

ওমরাহ থেকে ফিরেই কিং খান ব্যস্ত হয়ে পড়বেন। প্যান ইন্ডিয়ান ছবি ‘দরদ’র ডাবিংয়ে অংশ নিতে ইন্ডিয়া যাবেন। সেখান থেকে ফিরে ‘রাজকুমার’র শুটিংয়ে যোগ দেবেন। এরইমধ্যে ছবিটির বাংলাদেশের অংশের কাজ প্রায় শেষ। জানুয়ারির শেষে বাকি অংশের শুটিং হবে যুক্তরাষ্ট্রে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর