সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘মীরাক্কেল’ খ্যাত মীর অসুস্থ, ঠিকমতো হাঁটতে পারছেন না! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৪, ১২:৩৪ পিএম

শেয়ার করুন:

‘মীরাক্কেল’ খ্যাত মীর অসুস্থ, ঠিকমতো হাঁটতে পারছেন না! 

সামাজিক মাধ্যমে সরব থাকেন মীরাক্কেল খ্যাত মীর আফসার আলি। তার সোশ্যাল হ্যান্ডেলে দুঃখ বলে কিছু নেই। সারাক্ষণই মজার সব পোস্ট দিয়ে থাকেন। এবার ঘটল ব্যতিক্রম ঘটনা। নেট দুনিয়ায় নিজের অসুস্থতার খবর জানালেন এ রেডিও জকি ও অভিনেতা। 

আরও পড়ুন: ট্রলকারীকে মা তুলে আক্রমণ মীরের


বিজ্ঞাপন


মীর সম্প্রতি তার ফেসবুকে ওষুধের স্ট্রিপের একটি ছবি পোস্ট করে লেখেন, ”দীর্ঘদিন লোয়ার ব্যাক আর এখন হাঁটুর ব্যথায় জর্জরিত মীর আফসার আলীকে তার চিকিৎসক এই ওষুধটি প্রেসক্রাইব করার সময় একটু সেনসিটিভ হলে খুব খুশি হতাম। যে মানুষটা ঠিক করে নড়াচড়া করতে পারছে না, তাকে কেউ পলভোল্ট (ওষুধের নাম) খেতে বলে??! খাওয়ার আগেই টেনশনে পড়ে গেলাম। কারেন্ট না মারে!”

এদিকে মীরের এমন পোস্ট দেখে দুশ্চিন্তায় অনুরাগীরা। কী হয়েছে জানতে করে যাচ্ছেন প্রশ্ন। সেইসঙ্গে তার অনুষ্ঠানের ভবিষ্যৎ নিয়েও ভাবছেন তারা। তার গল্প বলার অনুষ্ঠান ‘গপ্পো মীরের ঠেক’ চলবে কী না জানতে চাইছেন তারা। তবে এ বিষয়ে কিছু বলেননি মীর। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর