মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ট্রলকারীকে মা তুলে আক্রমণ মীরের 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩, ১২:৪৮ পিএম

শেয়ার করুন:

ট্রলকারীকে মা তুলে আক্রমণ মীরের 

আজকাল হরহামেশা ট্রলের শিকার হন তারকারা। যদিও অধিকাংশই এসব পাত্তা দেন না। তবে বিষয়টি এড়িয়ে যান না মীরাক্কেল খ্যাত তারকা মীর আফসার আলি। এর আগে কয়েকবার পাল্টা জবাব দিয়ে ট্রলকারীদের মুখে ঝামা ঘষেছেন তিনি। এবার আক্রমণ করলেন মা তুলে। ভারতীয় সংবাদামাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

দিন দুয়েক আগে মীর একটি পোস্ট করেছিলেন। সেখানে দিয়েছিলেন পুজার পর কাজে ফেরার খবর। সহকর্মী আরজে গোধূলি শর্মার সঙ্গে ছবি শেয়ার করেছিলেন তিনি। সেখানে দেখা যায়, শাড়ি পরে, খোলা চুলে বসে আছেন গোধূলি। আর পাশে টি-শার্ট আর জিন্সে মীর।


বিজ্ঞাপন


ক্যাপশনে মীর লেখেন, ‘ঠেকের কাজ আবার শুরু হলো…’। এ ছবিতেও ট্রল করতে ছাড়েনি কেউ কেউ। মন্তব্যের ঘরে গোধূলিকে নিয়ে একজন লেখেন, ‘মঞ্জুলিকা নাকি?’

মন্তব্যটি পড়ে মেজাজ ধরে রাখতে পারেননি মীর। জবাবে তিনি লেখেন, ‘হ্যাঁ অবিকল তোর মায়ের মতো। ছ্যাবলামোতে তুই যে স্কুল থেকে ডিগ্রি পেয়েছিস, আমি বহুদিন সেই স্কুলের হেডমাস্টার রে…’

তবে মীরের এমন আচরণ ভালো চোখে দেখছেন না অনেকেই। বিশেষ করে কাউকে মা তুলে আক্রমণ করাটা নিতে পারছেন না তারা। একজন লিখেছেন, ‘ট্রলারের মুখ বন্ধ করতে তার মা তুলে কদাকার আক্রমণ না করলেও হতো। বরং সেটাই যোগ্য জবাব হত। এটা অনেকটা অশিক্ষিতের মতো হয়ে গেল।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর