সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মৌসুমী হামিদ কোন এলাকার ভোটার? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৪, ১২:৩২ পিএম

শেয়ার করুন:

মৌসুমী হামিদ কোন এলাকার ভোটার? 

আর মাত্র কয়েক দিনের দূরত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রার্থীরা চালাচ্ছেন শেষ ধাপের প্রচারণা। সাধারণ মানুষজনের মধ্যেও দেখা গেছে চাপা উত্তেজনা। অনেকেই ভোট দিতে কর্মস্থল থেকে নিচ্ছেন ছুটি। অভিনেত্রী মৌসুমী হামিদও রয়েছেন এই দলে। 

mh_20230930_155850528


বিজ্ঞাপন


সংবাদমাধ্যমকে মৌসুমী হামিদ জানান, সাতক্ষীরা ১, তালা-কলারোয়া ইউনিয়নের ভোটার তিনি। আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে ভোট দিতে সেখানে যাবেন তিনি। তাই হাতের কাজ স্থগিত রেখেছেন ওই সময়। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ভোট দেওয়ার জন্যই ৬, ৭ ও ৮ জানুয়ারির সকল কাজ স্থগিত রেখেছি। গ্রামে যাব ভোট দিতে।

আরও পড়ুন: অন্য পেশায় মন দেবেন অপু বিশ্বাস

আরও পড়ুন: ওমরায় গেলেন শাকিব খান

এর আগেও ভোট দিয়েছেন মৌসুমী। সেই অভিজ্ঞতা ব্যক্ত করে বলেন, প্রথম ভোট দিয়েছিলাম ২০০৮ সালে, সম্ভবত যেবার লম্বা বিরতির পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এবং প্রথম ভোটার হিসেবে ভোটটা আমি নৌকাতেই দিয়েছি। মজা করে বলা যেতে পারে, আমার ভোটেই সেবার আওয়ামী লীগ সরকার গঠন করে! ফলে ভোটের অভিজ্ঞতা আমার ভালো।


বিজ্ঞাপন


hamid-20230210123716

লম্বা সময় ধরে শোবিজে কাজ করছেন মৌসুমী। অনবদ্য অভিনয় দিয়ে ছোটপর্দায় নিজেকে প্রমাণ করেছেন। ব্যস্ততার হাত ধরে চলছেন পথ। ওটিটি ও চলচ্চিত্রেও ছড়িয়েছেন অভিনয়ের মুগ্ধতা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর