সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অন্য পেশায় মন দেবেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৪, ০১:৫৮ পিএম

শেয়ার করুন:

অন্য পেশায় মন দেবেন অপু বিশ্বাস

নতুন বছর নিয়ে পরিকল্পনার শেষ নেই মানুষজনের। বছর শেষ না হতেই ছক কষেন তারা। ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসও আছেন এ তালিকায়। নতুন বছর অভিনয়ে নয়, অন্য পেশায় গুরুত্ব দেবেন অপু। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। 

সিদ্ধান্তটি গেল বছর নিয়েছেন অপু। তিনি বলেন, ‘সবার আগে আমি একজন অভিনেত্রী। প্রযোজনায় এসে প্রথম সিনেমা “লাল শাড়ি” দিয়ে দর্শকদের দারুণ সাড়া পেয়েছি। তখনই ভক্ত-দর্শকদের জানিয়েছি, অপু-জয় প্রোডাকশন হাউস থেকে নিয়েমিত সিনেমা আসবে। মাঝে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকায় নতুন সিনেমার ঘোষণা দেওয়া হয়নি। আশা করি, এবার সেই ঘোষণা আসবে।’


বিজ্ঞাপন


আরও পড়ুন: সেরা টিকটকার সাফা কবির

আরও বলেন, ‘এর বাইরে আমি একটু অন্য দিকে ফোকাস দিতে চাই। নতুন কিছু ব্যবসার পরিকল্পনা করেছি। পুরোনো ব্যবসা তো আছেই। নতুন বছরে মূল ফোকাসটাই থাকবে সেদিকে।’

তবে নতুন ব্যবসা নিয়ে মুখ খোলেননি অপু। বলেছেন, ‘এটি এখনই বলা যাবে না। সব কিছু চূড়ান্ত করার পরই জানাবো। আর এই ঘোষণা খুব শিগগিরই আসবে।’

আরও পড়ুন: রাজউকের ১০ কাঠার প্লট পেলেন আরিফিন শুভ 


বিজ্ঞাপন


সবশেষে অপু জানান অন্য পেশায় মন দিলেও অভিনয় চালিয়ে যাবেন। তবে অল্প বিস্তর। তিনি  বলেন, ‘বিগ বাজেটের একটি ছবির বিষয়ে কথা চলছে। চূড়ান্ত হলেই জানাবো। আর নতুন বছর আমার ছবির কাজও থাকবে একদম হাতেগোনা। পুরো সময়টা আমি ব্যবসায় দিতে চাই।’

‘লাল শাড়ি’ তে অপুর বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। এটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। দেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্প নিয়ে নির্মাণ করা হয়েছিল ছবিটি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর