সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আলোচনায় থাকতে বুবলীর নাম নেন শাকিব!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৩, ১২:৩৮ পিএম

শেয়ার করুন:

আলোচনায় থাকতে বুবলীর নাম নেন শাকিব!

শাকিব খান ও শবনম বুবলীর মাঝে যে সম্পর্কটা নেই তা অনেক আগেই পরিষ্কার হয়েছে। বিষয়টি ফের খোলাসা করেছেন কিং খান নিজেই। সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বুবলীর কোনো অস্তিত্ব নেই তার জীবনে। সেইসঙ্গে তাকে ক্রিমিনাল বলেও আখ্যায়িত করেন শাকিব।

আরও পড়ুন: আনন্দঘন পরিবেশে ভোট উৎসবের অপেক্ষায় ফেরদৌস


বিজ্ঞাপন


এরপরই নিজের ফেসবুকে একটি পোস্ট দেন বুবলী। সেখানে তিনি লেখেন, ‘ভূতের মুখে রাম রাম (পড়ুন নাম)। অবশেষে নায়ক সাহেব বরাবরের মতোই ‘ভুয়া গুজব’ সিনেমার প্রধান পরিচালক হিসেবে সামনে আসলেন। অবশ্য এ রকম পরিচালনা তার জন্য নতুন কিছু না। মজার ব্যাপার হচ্ছে নায়ক এবং তার গ্যাংয়ের সদস্যদের আমার নাম নিয়ে শুধু আলোচনায় থাকতে হয়। এদের রিজিকের ব্যবস্থা করছি ভেবে ভালো লাগে।’

আরও পড়ুন: বাছাইয়ে টিকে গেলেন চিত্রনায়ক ফেরদৌস

এদিকে শাকিবের নাম উল্লেখ না করলেও নেটিজেনদের বুঝতে বাকি নেই তাকে নিয়েই পোস্টটি বুবলী দিয়েছেন। তবে শাকিবকে যে বুবলীর নাম নিয়ে আলোচনায় থাকতে হয় বিষয়টি মানতে পারেননি অনেকে। তারা মন্তব্যের ঘরে দু কথা শুনিয়ে গেছেন বুবলীকে।

কিছুদিন আগে বুবলীর সঙ্গে গানবাংলা টেলিভিশন চ্যানেলের কর্ণধার কৌশিক হাসান তাপসের প্রেমের খবর চাউর হয়। পরে ফাঁস হয় তাপসের স্ত্রী ফারজানা মুন্নীর সঙ্গে অপু বিশ্বাসের একটি কলরেকর্ড। সেখানেও বিষয়বস্তু ছিল তাপস-বুবলীর প্রেম। বিষয়টি নিয়ে কথা বলার সময় সংবাদমাধ্যমের কাছে বুবলীর প্রতি ক্ষোভ উগরে দেন শাকিব। তার জবাবেই কথাগুলো নিজের সোশ্যাল হ্যান্ডেলে লেখেন নায়িকা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর