মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আনন্দঘন পরিবেশে ভোট উৎসবের অপেক্ষায় ফেরদৌস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:৪৬ পিএম

শেয়ার করুন:

আনন্দঘন পরিবেশে ভোট উৎসবের অপেক্ষায় ফেরদৌস

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ভোটের অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন ঢাকা-১০ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অভিনেতা ফেরদৌস আহমেদ। এ লক্ষ্যে নতুন ভোটারসহ সবাইকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে এই উৎসবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (৪ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নির্বাচন কমিশনের বিভাগীয় কমিশনারের কার্যলয়ে মনোনয়ন যাচাই-বাছাইয়ের ফলাফল ঘোষণায় অংশগ্রহণ শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


ফেরদৌস আহমেদ বলেন, আমরা ৭ জানুয়ারি আনন্দঘন পরিবেশে একটা ভোটের উৎসব দেখার অপেক্ষায়। আমরা চাই, ভোটাররা ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোট প্রয়োগ করুক। বিশেষ করে তরুণ ভোটাররা। যারা এবার প্রথমবারের মতো ভোট দেবে।

 

আরও পড়ুন

বাছাইয়ে টিকে গেলেন চিত্রনায়ক ফেরদৌস 

 


বিজ্ঞাপন


বিএনপি না আসায় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি দলীয়ভাবে নির্বাচনে না এলেও তাদের দলের অনেকেই নির্বাচনে এসেছেন। এছাড়া তৃণমূল বিএনপি, বিএনএমসহ অনেক দল নির্বাচনে অংশ নিচ্ছে। যারা নির্বাচনে মনোনয়ন নিয়েছে তারা জয়ের ব্যাপারে আশাবাদী বলেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাউকে ছোট করে দেখার সুযোগ নেই।

এখন পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে উল্লেখ করে ঢাকা-১০ আসনের নৌকার প্রার্থী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন করার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। সুতরাং আমি আশা করি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে।

এমএইচ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর