বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দেশে কবে মুক্তি পাচ্ছে ‘অ্যানিমেল’? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৩, ১১:৫৭ এএম

শেয়ার করুন:

দেশে কবে মুক্তি পাচ্ছে ‘অ্যানিমেল’? 

বাংলাদেশে বলিউড সিনেমার দ্বার উন্মোচন হয়েছে ‘পাঠান’ ছবির মাধ্যমে। এরপর দেশে এসেছে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ও ‘জাওয়ান’। তারই ধারাবাহিকতায় এবার অনুমতি পেয়েছে রণবীরের মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘অ্যানিমেল’। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন আমদানিকারক প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মসের কর্ণধার কামাল কিবরিয়া লিপু।

গতকাল মঙ্গলবার সংবাদমাধ্যমকে তিনি বলেন, “আজকে মন্ত্রণালয় অনুমতি দিয়েছে। সেন্সর পাওয়া বাকি, আশা করছি কাল পরশু সেন্সর করাতে পারবো। যদি সবকিছু ঠিক থাকে ১ ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পাবে ‘অ্যানিমেল’।”


বিজ্ঞাপন


আরও পড়ুন: বিয়ে ছাড়াই মা হতে চান এই অভিনেত্রী 

এরইমধ্যে প্রকাশ পেয়েছে ছবিটির ট্রেলার। টানা তিন মিনিট ৩২ সেকেন্ড। সাঁড়াশি অ্যাকশন, বাবা-ছেলের সম্পর্কের ক্যালকুলেশন আর হিংস্রতা ও নৃশংসতা— সবই একটু একটু করে উঠে এসেছে ট্রেলারে। লম্বা চুল, দাঁড়ি, গোফে দর্শকের মনোযোগ লুফে নিয়েছেন রণবীর। রাশমিকা, ববি দেওল, অনিল কাপুরও ছিলেন অনবদ্য।

আরও পড়ুন: অনুপমের প্রাক্তন স্ত্রীকে বিয়ে করছেন পরমব্রত

সব মিলিয়ে বলা যায় ট্রেলারেই পুরো সিনেমার বিনোদন পেয়েছেন নেটিজেনরা। ফলে ছবিটি মুক্তির অপেক্ষায় আছেন মুখিয়ে। ঠিক এ সময় বাংলাদেশে মুক্তির সংবাদে যেন আনন্দে ভাসছেন সিনেমাপ্রেমীরা।


বিজ্ঞাপন


২০০ কোটি বাজেটের এই সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় রেড্ডি বাঙ্গা। রণবীর, রাশমিকা, অনিল কাপুর, ববি দেওল ছাড়াও অভিনয় করেছেন তৃপ্তি দিমরিসহ আরও অনেকে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর