অভিনেতা প্রবীর মিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এই গুঞ্জনটি ছড়িয়ে গেছে সামাজিক মাধ্যমে। এরইমধ্যে অনেকেই নিজেদের সোশ্যাল হ্যান্ডেল থেকে অভিনেতার ছবি পোস্ট করে বিষয়টি জানাচ্ছেন।
তবে প্রবীর মিত্রের ইসলাম ধর্ম গ্রহণের এই খবরটি সত্যি নয়। খবরটি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন তার ছেলে মিঠুন মিত্র।
বিজ্ঞাপন

তিনি বলেন, খবরটি সত্য নয়। এরকম কিছুই ঘটেনি। আমার মা মুসলিম ছিলেন। আমরা ভাইবোনসহ পরিবারের সবাই ইসলাম ধর্মের অনুসারী। কিন্তু বাবা হিন্দু ধর্ম পালন করেন। এটাই সত্যি।
আরও পড়ুন:
প্রবীর মিত্রের স্ত্রী অজান্তা মিত্র। তিনি মারা গেছেন ২০০০ সালে। এ অভিনেতার তিন ছেলে এক মেয়ে। তারা হলেন মিঠুন মিত্র, ফেরদৌস পারভীন, সিফাত ইসলাম, সামিউল ইসলাম। এরমধ্যে সামিউল মারা গেছেন।
বিজ্ঞাপন

প্রবীর মিত্র দীর্ঘদিন সেগুনবাগিচায় বাস করেছেন। তবে এখন আর সেখানে থাকেন না তিনি। সন্তানদের নিয়ে তিনি বাস করেন ধানমন্ডির একটি বাসায়।
অসংখ্য বাংলা সিনেমায় দাপুটে অভিনয়ের প্রমাণ রেখেছেন প্রবীর মিত্র। ১৯৬৯ সালে ‘জলছবি’ নামক একটি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ঢালিউডে নাম লেখান তিনি। নায়কের ভূমিকায় অভিনয় করে ক্যারিয়ারে শুরু করলেও পরবর্তীতে চরিত্রাভিনেতা হিসেবেই পর্দায় মুগ্ধতা ছড়িয়েছেন এই অভিনেতা। দীর্ঘ চার দশকের বেশি সময়ে অভিনয় করেছেন অজস্র চলচ্চিত্রে।

তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, ‘জালিয়াত’, ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয় পরাজয়’, ‘অঙ্গার’, ‘মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ’, ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’, ‘অলংকার’, ‘অনুরাগ’, ‘প্রতিজ্ঞা’, ‘তরুলতা’, ‘গাঁয়ের ছেলে’।
উল্লেখ্য, মাঝে একাধিকবার প্রবীর মিত্রের মৃত্যুর গুজবও ছড়িয়েছে। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় শারীরিকভাবে অসুস্থ হলেও তিনি জীবিত আছেন। এবার তার ধর্মান্তরিত হওয়ার গুজব উঠল। এই অভিনেতার পরিবারের প্রত্যাশা, গুজব না ছড়িয়ে সবারই তার শারিরিক সুস্থতার জন্য দোয়া করবেন।
এনএম

