নির্মাতা ও অভিনেতা জিয়াউল হক পলাশকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। সাবলীল অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তার তুঙ্গে আছেন তিনি। এবার তার জনপ্রিয়তাকে ব্যাবহার করে একটি রেস্তোরাঁর প্রচারণা চালাতে দেখে বিব্রত হলেন তিনি।
সামাজিক মাধ্যমে সাকাতা মারুফ ও এম ই রাজ নামের ভিন্ন ভিন্ন দুটি ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করা হয়েছে। ওই পোস্টের ২১ সেকেন্ডের একটি ভিডিওতে ব্যাবহার করা হয়েছে পলাশের ছবি। পেছনে বড় করে লেখা আছে কাবিলা (পলাশ অভিনীত একটি চরিত্র)। ক্যাপশনে লেখা আছে, ‘রোডসাইড কিচেন মিরপুর-এর বসুন্ধরা আউটলেট ওপেন ২৫ তারিখ।’ তবে রোডসাইড কিচেন মিরপুর-এর পেজ থেকে এরকম কোনো প্রচারণামূলক পোস্ট করা হয়নি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ছাড়পত্র পেয়েছে মিমের টলিউড সিনেমা
এদিকে ওই দুই আইডি থেকে পলাশের আসার সংবাদ শুনে নেটিজেনদের অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওই পোস্টের মন্তব্যের ঘরে। তবে তাদের সেই উচ্ছ্বাসের লাগাম টানা হয়েছে পলাশের ফ্যানপেজ থেকে। পেজটি থেকে ওই পোস্টে মন্তব্য করা হয়েছে, ‘ভুল তথ্য দিয়ে কাউকে বিভ্রান্ত করবেন না। ২৫ তারিখে আপনাদের এখানে আসার কোনো ধরনের কনফারমেশন আমাদের কাছে নেই। আশা করব কোনো ধরনের আগাম বিজ্ঞাপন দিয়ে কাউকে বিভ্রান্ত করবেন না। ধন্যবাদ।’
বিজ্ঞাপন
_20231012_143141205.jpg)
এদিকে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে ঢাকা মেইলকে পলাশ বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। মন্তব্য আমার পেজ থেকে অ্যাডমিন করেছে। তবে ২৫ তারিখে বসুন্ধরায় কোনো রেস্তোরাঁ ওপেনিংয়ের তারিখ কাউকে দেওয়া হয়নি। তারপরও আমার নাম ব্যবহার করে এ ধরনের প্রচারণা চালানো আমার জন্য বিব্রতকর।’

