সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রভাসের মোমের মূর্তি স্থাপনে ক্ষুব্ধ ‘বাহুবলী’র প্রযোজক 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২২ পিএম

শেয়ার করুন:

প্রভাসের মোমের মূর্তি স্থাপনে ক্ষুব্ধ ‘বাহুবলী’র প্রযোজক 

মোমের মূর্তি স্থাপন ভারতীয় তারকাদের কাছে নতুন কিছু নয়। দেশটির চলচ্চিত্রাঙ্গনের অনেকের মোমের মূর্তি রয়েছে বিশ্বের নামকরা মিউজিয়াম মাদাম তুসোতে। কিন্তু ‘বাহুবলী’ খ্যাত প্রভাসের মূর্তি স্থাপন করতেই রেগে লাল সিনেমাটির প্রযোজক শোভু ইয়ারলাগাড্ডা।

মাইসুরুর একটি সংগ্রহশালায় বসানো হয়েছে প্রভাসের মোমের একটি মূর্তি। এটাই ভালোভাবে নেননি শোভু ইয়ারলাগাড্ডা। কেননা মূর্তি বসানোর আগে নেওয়া হয়নি তার অনুমতি। সামাজিক মাধ্যমে তিনি প্রকাশ করেছেন ক্ষোভ।


বিজ্ঞাপন


নিজের এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘এজন্য সরকারিভাবে কোনও অনুমতি নেওয়া হয়নি। আমাদের অনুমতি ছাড়াই করা হয়েছে। এটা যেন সরিয়ে ফেলা হয়। না হলে ব্যবস্থা নেব আমরা।’

আরও পড়ুন: গাছতলায় চুল কাটলেন কার্তিক আরিয়ান, কত হলো খরচ? 

আরও পড়ুন: মা হলেন স্বরা ভাস্কর

প্রযোজক প্রভাসের মূর্তির ছবিও পোস্ট করেছেন। তাতে অন্য সমস্যা দেখা দিয়েছে। বর্ম ছাড়া বাহুবলীর সেই ছবি দেখে দুই ভাগে বিভক্ত নেটাগরিকরা। কেউ লিখেছেন, এই মূর্তির সঙ্গে প্রভাসের কোনও মিল নেই। কেউ আবার বলছেন, ‘আপনার তো খুশি হওয়া উচিত, কারণ, কর্ণাটকে একজন তেলুগু অভিনেতার মূর্তি বসানো হয়েছে। ওদের ভালোবাসা দেখে খুশি হওয়া উচিত।’


বিজ্ঞাপন


প্রভাসের মোমের মূর্তি স্থাপনের ঘটনাও নতুন নয়। ২০১৭ সালে তার মোমের মূর্তি স্থাপন করা হয় লন্ডনের মাদাম তুসোয়। সেসময় এ নিয়ে কেউ কোনো কথা বলেননি। কিন্তু মাইসুরুর সংগ্রহশালায় বসাতেই ক্ষোভ প্রকাশ করলেন প্রযোজক। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর