মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বলিউড

মা হলেন স্বরা ভাস্কর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৯ এএম

শেয়ার করুন:

মা হলেন স্বরা ভাস্কর

বিয়ের চার মাস পরই মা হওয়ার খবর দিয়েছিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। এবার অভিনেত্রীর কোলজুড়ে এলো কন্যা সন্তান। সামাজিক মাধ্যমে স্বরা নিজেই জানিয়েছেন এ খবর।

ইনস্টাগ্রামে গতকাল সোমবার কন্যার ছবি প্রকাশ করে স্বরা লিখেছেন, ”আমাদের প্রার্থনা সত্যি হলো। আশীর্বাদ পেলাম। একটা মিষ্টি গান ভেসে এলো কানে। ২৩ সেপ্টেম্বর কন্যা সন্তানের মা হলাম। নাম রাখলাম রাবেয়া। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য ধন্যবাদ।”


বিজ্ঞাপন


আরও পড়ুন: যুবনেতা ফাহাদ আহমেদকে বিয়ে করলেন স্বরা ভাস্কর

আরও পড়ুন: বিয়ের চার মাসেই মা হতে চলেছেন স্বরা ভাস্কর!

এ খবর শুনতেই স্বরার সহকর্মী অনুরাগীদের মাঝে সুখের স্রোত বয়ে যাচ্ছে। নেটমাধ্যমে অভিনেত্রীকে অভিনন্দন জানাচ্ছেন তারা।

চলতি বছরের জানুয়ারি মাসের ৬ তারিখ দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদের সঙ্গে বিয়ে রেজিস্ট্রার করেন স্বরা। তারপর ১৬ ফেব্রুয়ারি পরিবারকে স্বাক্ষী রেখে বিয়ে সম্পন্ন করেন তারা।


বিজ্ঞাপন


স্বরা সে সময় একটি ভিডিও প্রকাশ করে লিখেছিলেন, কখনও কখনও আপনার যা চাই, সেটা খোঁজার জন্য হয়তো অনেক দূরে যাবেন। কিন্তু দেখবেন সেটা আপনার কাছেই রয়েছে। আমরা ভালোবাসা খুঁজছিলাম। তবে প্রথমে আমরা একে অপরের মধ্যে বন্ধুত্ব খুঁজে পেয়েছি। আমার হৃদয়ে তোমায় স্বাগত ফাহাদ। এ হৃদয় হয়তো একটু বিশৃঙ্খল। তবে সেটা একান্ত তোমার।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর