কোনো আভাস দেওয়া কিংবা ঘোষণা ছাড়াই বিয়ে করলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বরা ভাস্কর। তার এই বিয়ের খবরে অবাক ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও।
সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে ৬ জানুয়ারি আইনি বিয়ে সারেন এই অভিনেত্রী। সবাইকে চমকে দিয়ে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) টুইটারে কোর্ট ম্যারেজের কিছু ছবিও পোস্ট করেন অভিনেত্রী।
বিজ্ঞাপন
নায়িকা টাইমলাইনে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তাকে বিভিন্ন রাজনৈতিক মঞ্চে নেতা ফাহাদের সঙ্গে দেখা গেছে।

ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, কখনও কখনও আপনার যা চাই, সেটা খোঁজার জন্য হয়তো অনেক দূরে যাবেন। কিন্তু দেখবেন সেটা আপনার কাছেই রয়েছে। আমরা ভালোবাসা খুঁজছিলাম। তবে প্রথমে আমরা একে অপরের মধ্যে বন্ধুত্ব খুঁজে পেয়েছি। আমার হৃদয়ে তোমায় স্বাগত ফাহাদ। এ হৃদয় হয়তো একটু বিশৃঙ্খল। তবে সেটা একান্ত তোমার।
অভিনেত্রী তার বিয়ের কথা সোশ্যাল মিডিয়ায় জানাতেই শুভেচ্ছায় ভাসছেন তিনি। এর আগে গত মাসেই ভালোবাসা নিয়ে একটি পোস্ট করেছিলেন। যেখানে এক পুরুষের বাহুতে মাথা রাখতে দেখা গিয়েছিল তাকে। তবে ছবিতে কারো মুখ দেখা যায়নি।
বিজ্ঞাপন
সেই সময় বলি তারকা ছবির ক্যাপশনে লিখেছিলেন, ‘হতে পারে এটা প্রেম।’ তারপর এই পোস্ট নিয়ে শুরু হয়েছিল নানা গুঞ্জন।
অনেকেই মনে করেছিলেন লেখক হিমাংশু শর্মার সঙ্গে প্রেমে জড়িয়েছেন স্বরা। অবশেষে সত্য প্রকাশ্যে এলো।
সূত্র: আনন্দবাজার
এমএইচএম

