বাবা-মায়ের দ্বিতীয় বিয়ে মেনে নেওয়া সবচেয়ে কষ্টকর সন্তানদের জন্য। এবার সেই কাজটি হাসিমুখে করলেন অভিনেতা সিদ্ধার্থ চন্দ্রশেখর। মায়ের দ্বিতীয়বার বিয়ে দিলেন তিনি। সামাজিক মাধ্যমে এ খবর সিদ্ধার্থ নিজেই জানিয়েছেন।
নিজের ইনস্টাগ্রামে মায়ের বিয়ের একটি ছবি প্রকাশ করেছেন সিদ্ধার্থ। তার মাকে নতুন বরের সঙ্গে হাসিমুখে দেখা যাচ্ছে। অভিনেতা লিখেছেন ‘সেকেন্ড ইনিংস’-এর অভিনন্দন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: রণবীরের দেওয়া শ্রেষ্ঠ উপহার কী— জানালেন আলিয়া
ওই পোস্টে সিদ্ধার্থ লিখেছেন, ‘তুমি এতদিন পর্যন্ত সকলের জন্য ভেবেছ। এবার সময় এসেছে, যখন তুমি নিজের কথাও ভাববে। তোমার নতুন সঙ্গীর কথাও ভাববে। তোমার সন্তানেরা সবসময় তোমার পাশে থাকবে।’
আরও পড়ুন: শাবানার নাম ভাঙিয়ে প্রতারণার পরিকল্পনা
তিনি আরও লেখেন, ‘তুমি আমার বিয়ে দিয়েছিলে বিশাল আয়োজন করে। আর এবার আমার পালা তোমার জন্য একই জিনিস করার। আমার জীবনের সবচেয়ে আনন্দদায়ক বিয়ের ঘটনা হলো, আমার মায়ের বিয়ে। আই লাভ ইউ আই (মা)। হ্যাপি ম্যারেড লাইফ।’
বিজ্ঞাপন
আরও পড়ুন: কত লাখে রাখির নগ্ন ভিডিও বিক্রি করেছেন আদিল?
এমন ব্যতিক্রমী ঘটনার নেটমাধ্যমে চর্চায় রয়েছেন সিদ্ধার্থ। নেটিজেনরা প্রশংসায় ভাসাচ্ছেন তাকে। অনেকে লিখেছেন, এমন আচরণ শুধুমাত্র সেই সন্তানের পক্ষেই করা সম্ভব, যে তার মাকে খুব ভালোবাসে।
বাঙালিদের কাছে খুব একটা পরিচিত নন সিদ্ধার্থ। তবে মারাঠি বিনোদন জগতে তিনি অতি পরিচিত। সেখানে অসংখ্যা ভক্ত ও শুভাকাঙ্ক্ষী রয়েছে তার। সামাজিক মাধ্যমেও তাকে অনেকেই অনুসরণ করেন।