শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হানিমুনে কোথায় যাবেন ‘হাবু ভাই’?  

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৩, ১২:১৯ পিএম

শেয়ার করুন:

হানিমুনে কোথায় যাবেন ‘হাবু ভাই’?  

অভিনেতা চাষী আলমকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে এসেছে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকটি। এতে হাবু চরিত্রে অভিনয় করেছেন তিনি। পুরো ধারাবাহিকজুড়ে বিয়ে জন্য পাত্রী খুঁজতে দেখা গেছে চরিত্রটিকে। নতুন খবর, আজ শুক্রবার হাবু চরিত্রে রূপদানকারী চাষী আলমের বিয়ে।

পারিবারিকভাবে বিয়ে করছেন চাষী আলম। গতকাল বৃহস্পতিবার হয়েছে তার গায়ে হলুদ। আজ শুক্রবার গুলশানের একটি রেস্তোরাঁয় বসবে তার বিয়ের আসর। পাত্রী তুলতুল ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়ছেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: আজ ‘হাবু ভাই’র বিয়ে

এরইমধ্যে চাষী আলম সিদ্ধান্ত নিয়েছেন, হানিমুন করতে ইউরোপ যাবেন তিনি। অভিনেতা বলেন, বিয়ের পর হানিমুন করতে ইউরোপ যাব। তবে এখনই নয়। কারণ, আমার বেশ কয়েকটি নাটকের শিডিউল দেওয়া আছে। আগে নাটকগুলোর শুটিং শেষ করতে হবে। এরপর হাতে সময় নিয়ে হানিমুনে যাব।’

এদিকে চাষী আলমের বিয়ের খবর শুনে তার সহকর্মীরা বেশ উচ্ছ্বসিত। সামাজিক মাধ্যমে তার গায়ে হলুদের ছবি প্রকাশ করে জানাচ্ছেন শুভেচ্ছা। নির্মাতা কাজল আরেফীন অমি লিখেছেন, আমাদের হাবু ভাইয়ের বিয়ে। নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা। অভিনেত্রী পারসা ইভানা লিখেছেন, হাবু ভাই, হলুদ মোবারক।

আরও পড়ুন: সাকিব জানালেন খেলবেন না কিন্তু পরীমণি লিখলেন, খেলা হবে


বিজ্ঞাপন


বর্তমানে ছোটপর্দায় ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষী আলম। ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত নাটক ‘কিডনি’ ও ‘ফিমেল-৩’। কাজল আরেফীন অমি নির্মিত এ নাটক দুটি প্রকাশের সঙ্গে সঙ্গে পেয়েছে তুমুল জনপ্রিয়তা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর