সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সন্তান চাইলে এক হবেন শাকিব-অপু

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৩, ০২:০১ পিএম

শেয়ার করুন:

সন্তান চাইলে এক হবেন শাকিব-অপু

শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্ক ফের জোড়া লাগছে। অনেকদিন ধরেই গুঞ্জনটি ভেসে বেড়াচ্ছে ঢালিউডের বাতাসে। এর আগে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারেও এমন ইঙ্গিত দিয়েছিলেন অপু। এবার জানালেন, ছেলে জয় চাইলেই শাকিব-অপুর মিলে যাওয়া সম্ভব।

তবে বাস্তবে নয় সন্তান চাইলে পর্দায় ফের জুটি বাঁধতে পারেন শাকিব অপু। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন অপু।


বিজ্ঞাপন


দীর্ঘসময় পর্দায় রাজত্ব করেছে শাকিব-অপু জুটি। এখনও দর্শকদের অনেকেই তাদের পর্দায় দেখতে চান। অপুও কি তাই চান?

আরও পড়ুন
শাকিব নাকি নিশো— সাত দিনে কার ছবি বেশি আয় করল
শাকিবকে ইঙ্গিত করে কথাটি বলা হয়নি, দাবি আফরান নিশোর
শাকিবের করা মামলায় সেই প্রযোজকের বিচার শুরু

এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘ওরে বাবা, প্রতিবারই একই কথা বলব—তার মতো একজন নায়ককে আমার প্রযোজিত ছবিতে নেওয়ার সাহস এখনও হয়নি। তবে সর্বকনিষ্ঠ প্রযোজক জয় যদি কোনো দিন চায়, তাহলে হতেও পারে। সেটা প্রযোজক আর সুপারস্টার শাকিব খানের ভেতরকার আলোচনা। এটাও বলে রাখি, এই সর্বকনিষ্ঠ প্রযোজক চাইলে শাকিব-অপুকে নিয়ে অনেক কিছুই সম্ভব।’

এবার ঈদে মুক্তি পেয়েছে অপু অভিনীত ‘লাল শাড়ি’। এ ছবির মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন শাকিব-অপুর সন্তান আব্রাম খান জয়। বয়সের মাপকাঠিতে দেশের সর্বকনিষ্ঠ প্রযোজক সে। অপু মনে করছেন প্রযোজক জয় চাইলে তার প্রযোজনায় এক করতে পারেন শাকিব-অপু।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর