মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শাকিবের করা মামলায় সেই প্রযোজকের বিচার শুরু

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ জুলাই ২০২৩, ০৫:০৪ পিএম

শেয়ার করুন:

শাকিবের করা মামলায় সেই প্রযোজকের বিচার শুরু

চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করেছিলেন শাকিব খান। এ মামলায় রহমত উল্লাহর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। যার ফলে শুরু হয়েছে মামলাটির আনুষ্ঠানিক বিচার।

বুধবার (৫ জুলাই) ঢাকার ৮ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ অভিযোগ গঠন করেন। একইসঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ৯ আগস্ট দিন ধার্য করেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন শাকিব খানের আইনজীবী খায়রুল হাসান।


বিজ্ঞাপন


অভিযোগ গঠনের সময় রহমত উল্লাহ নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন। তবে শাকিবের আইনজীবী খায়রুল হাসান আদালতের অনুমতি ছাড়া রহমত উল্লাহর বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

এর আগে ১৮ মার্চ রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে গুলশান থানায় যান শাকিব। কিন্তু তার অভিযোগ ত্রুটিপূর্ণ থাকায় মামলা নিতে অস্বীকার করে পুলিশ। সেইসঙ্গে আদালতে গিয়ে মামলা দেওয়ার পরামর্শ দেওয়া হয় তাকে।

এরপরই ২৩ মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে রহমত উল্লাহর বিরুদ্ধে মামলাটি করেন শাকিব। তিনি অভিযোগ করেন, রহমত উল্লাহ তার কাছে এক লাখ মার্কিন ডলার চাঁদা দাবি করেছেন।

এ সময় আদালত শাকিবের জবানবন্দী গ্রহণের করে রহমত উল্লাহকে আগামী ২৬ এপ্রিল আদালতে হাজির হতে সমন জারি করেন।


বিজ্ঞাপন


এরপর ২৭ মার্চ টেলিভিশনে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেওয়ায় অভিযোগে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে চিত্রনায়ক শাকিব খান আরও একটি মামলা করেন।

অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক রহমত উল্লাহ নির্মিতব্য ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমাটির প্রযোজক। এ ছবিতে কেন্দ্রিয় চরিত্রে ছিলেন শাকিব। এ ছবি ঘিরেই শাকিব-রহমত উল্লাহর দ্বন্দ্ব।

২০১৬ সালের সেপ্টেম্বরে ‘অপারেশন অগ্নিপথ’ ছবির শুটিং শুরু হয়েছিল অস্ট্রেলিয়ায়। এতে শাকিবের বিপরীতে ছিলেন শিবা আলী খান। ৬০ শতাংশ দৃশ্যধারণ সম্পন্ন এ সিনেমায় খল চরিত্রে ছিলেন মিশা সদাগর। ছবিটি পরিচালনার দায়িত্বে ছিলেন আশিকুর রহমান।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর