শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

বহিরাগতদের ক্যাম্পাসে খেলা দেখতে আসতে বারণ করল ঢাবি কর্তৃপক্ষ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২২, ০৭:২০ পিএম

শেয়ার করুন:

বহিরাগতদের ক্যাম্পাসে খেলা দেখতে আসতে বারণ করল ঢাবি কর্তৃপক্ষ
ফাইল ছবি

কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের খেলা দেখার জন্য রাজধানীর অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) হাজির হন। কারণ, বড়পর্দায় দেখানো খেলা একসঙ্গে দেখার সুযোগ হাতছাড়া করতে চান না ক্রীড়াপ্রেমীরা। তবে পরিবেশ নষ্ট হয় এমন অভিযোগ করে বহিরাগতদের ক্যাম্পাসে খেলা দেখতে না আসার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে।


বিজ্ঞাপন


>> আরও পড়ুন: শাস্তি পেলেন উত্তরপত্র হারানো সেই শিক্ষক

এতে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল, ২০২২ খেলা দেখার আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের জন্য। বহিরাগতদের সমাগম ঘটলে শিক্ষক-শিক্ষার্থীরা নানা বিড়ম্বনা ও ভোগান্তিতে পড়েন, আর পরিবেশ বিঘ্নিত হয়।’

এমতাবস্থায়, শৃঙ্খলা ও পরিবেশ রক্ষায় ক্যাম্পাসের বাইরের দর্শকদের ঢাবি ক্যাম্পাসে আগমন না করে নিজ নিজ বাসা/এলাকায় খেলা উপভোগ করার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর থেকে শুরু হওয়া এবারের বিশ্বকাপ ফুটবলের আসর শেষ হবে ১৮ ডিসেম্বর।


বিজ্ঞাপন


বিইউ/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর