শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

শাস্তি পেলেন উত্তরপত্র হারানো সেই শিক্ষক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২২, ১০:২৫ পিএম

শেয়ার করুন:

শাস্তি পেলেন উত্তরপত্র হারানো সেই শিক্ষক
ছবি: ঢাকা মেইল

এইচএসসি পরীক্ষার উত্তরপত্র হারিয়ে ফেলা সেই শিক্ষককে পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে মাধ্যমিকে ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। দায়িত্ব অবহেলার দায়ে শাস্তি পাওয়া ওই শিক্ষকের নাম মো. ইব্রাহিম হোসাইন। তিনি রাজধানীর শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষক।

বুধবার (৭ ডিসেম্বর) পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি ওই শিক্ষককে কালো তালিকাভুক্ত করা হয়েছে।


বিজ্ঞাপন


>> আরও পড়ুন: ভিক্ষুকের হাতে কীভাবে গেল এইচএসসি পরীক্ষার খাতা?

এর আগে একই দিন সকালে মিরপুরে ঢাকা শিক্ষাবোর্ডের ৫০টি উত্তরপত্র এক ভিক্ষুকের কাছে দেখতে পান এক পথচারী। এরপর তিনি ফেসবুকে স্ট্যাটাস দেন। তা ঢাকা শিক্ষা বোর্ডের নজরে আসার পর তাদের পরামর্শে পুলিশের কাছে জমা দেন তিনি। উত্তরপত্রগুলো চলতি বছরের এইচএসসি পরীক্ষার ইংরেজি প্রথমপত্রের ছিল।

এ বিষয়ে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার ঢাকা মেইলকে বলেন, অসাবধানতার কারণে তার কাছ থেকে উত্তরপত্রগুলো হারিয়ে যায়। এ কারণে তাকে পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি এই দায়িত্ব থেকে তাকে কালো তালিকাভুক্ত করাও হয়েছে। তবে বিষয়টি অনিচ্ছাকৃত হওয়ায় আইনি ব্যবস্থা নেওয়া হবে না।

পিএস/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর