বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

কুবিতে কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের আয়োজনে হাফেজ সংবর্ধনা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, কুবি
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬, ০৫:০৭ পিএম

শেয়ার করুন:

কুবিতে কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের আয়োজনে হাফেজ সংবর্ধনা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবার হাফেজে কোরআন সংবর্ধনা দিয়েছে কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাব (QCSC)।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবার হাফেজে কোরআন সংবর্ধনা দিয়েছে কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাব (QCSC)। সংবর্ধনায় বিশ্ববিদ্যালয়ের ২২ জন কোরআনের হাফেজকে ক্রেস্ট ও উত্তরীয় (চাদর) প্রদান করা হয়।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এই আয়োজন অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


‎অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা গোপীবাগ রেলওয়ে ব্যারাক জামে মসজিদের খতিব আবুল হাশেম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম। এছাড়া আইসিটি বিভাগের লেকচারার খন্দকার ওয়ালীউল্লাহ ও ইংরেজি বিভাগের লেকচারার মো. বুলবুল আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

54b95f73-8dc4-4455-a1c8-6ec56117a34c

‎প্রধান বক্তা আবুল হাশেম মোল্লা তার বক্তব্যে কোরআনের হাফেজদের মর্যাদা, সমাজে কুরআনের শিক্ষার গুরুত্ব এবং নৈতিক নেতৃত্ব গঠনে কুরআনের ভূমিকার ওপর আলোকপাত করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ধর্মীয় ও সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

‎বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, একজন হাফেজ শিক্ষার্থীর পরিচয় তার চরিত্র, নৈতিকতা ও আল্লাহভীতির মাধ্যমে স্পষ্ট হওয়া উচিত। কুরআন ধারণ করা একটি বিশেষ নিয়ামত, যার বাস্তব প্রতিফলন আচরণ ও জীবনযাপনে প্রকাশ পাওয়া জরুরি।


বিজ্ঞাপন


আরও পড়ুন

ঢাবি কেন্দ্রীয় মসজিদে বুক কর্নার স্থাপনের ঘোষণা ধর্ম উপদেষ্টার

‎কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের সভাপতি রিফাতুল ইসলাম। তিনি বলেন, কোরআনের হাফেজদের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে কোরআনভিত্তিক নৈতিকতা ও সাংস্কৃতিক চর্চা জোরদার করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। তিনি আরও জানান, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও মসজিদে কোরআন শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

‎অনুষ্ঠানে সহযোগিতায় ছিল আন্তর্জাতিক প্রতিষ্ঠান বি ডি কে, এডুমেক্স ও কুমিল্লা আইডিয়াল মাদরাসা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর