বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ঢাকা

৭ কলেজের চূড়ান্ত অধ্যাদেশ নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬, ১১:১৬ এএম

শেয়ার করুন:

seven college
৭ কলেজের চূড়ান্ত অধ্যাদেশ নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয়।

রাজধানীর সরকারি সাতটি কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের পরিমার্জিত খসড়াটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করা হবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের পরিমার্জিত খসড়াটি আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তসমূহ অন্তর্ভুক্ত করে আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। প্রশাসনিক উৎকর্ষ নিশ্চিতকরণ ও শিক্ষার্থীদের যৌক্তিক চাহিদা পূরণের লক্ষ্যে প্রণীত এই অধ্যাদেশটি দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রীপরিষদ বিভাগের নীতিগত সম্মতি এবং লেজিসলেটিভবিভাগের ভেটিং শেষে উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করা হবে।

ইতিমধ্যেই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু করা হয়েছে, যা শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বিজ্ঞপ্তিতে উচ্চশিক্ষার এই নতুন কাঠামোটিকে সফলভাবে বাস্তবায়নের জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের পেশাদারিত্ব এবং ধৈর্যশীল সহযোগিতার পাশাপাশি অসম্পূর্ণ তথ্য বা গুজবে বিভ্রান্ত না হওয়া ও সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।


বিজ্ঞাপন


এসএইচ/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর